আমাদের কথা খুঁজে নিন

   

অভিনয়



ইচ্ছে করে নিরন্তর ছুটে চলা সময়ের পাগলা ঘোড়াটাকে চাবুকের নির্মম আঘাতে জর্জরিত করি। ফিরে যাই উল্ট পথে। বদলে দেই জীবন। জানি অসম্ভব। তবুও চাই।

কারন সপ্ন দেখতে বারন নাই। শুনেছি মানুষ তার সপ্নের সমান বড়, আর আশার সমান উঁচূ। জীবনে অবাস্তব ভাবনা গুলো আছে বিধায় বেচেঁ থাকতে ইচ্ছে হয়। এবং আজও বেচেঁ আছি। ব্যাথা গুলো মাঝে মাঝে কাপঁন ধরায় মনের ভেতর, এটা ঠিক।

কিন্তু স্থায়ী হয় ন। আমার প্রবল জীবনি শক্তি দিয়ে আমি তাকে প্রতিহত করি, বার বার। স্রষ্ঠার কাছে আমি এজন্য কৃতজ্ঞ। স্রষ্ঠা আমাকে এমন এক শক্তি দিয়েছেন যা দিয়ে আমি কষ্ট গুলোকে পরাজিত করি প্রতিনিয়ত। আর আমি হই জয়ী।

এইতো আমার বেচঁ থাকা। এমনি করেই সময় বয়ে চলে। বয়ে চলে জীবন। আর ধীরে ধীরে বুঝতে পারি, কষ্টকে পরাজিত করে বেচেঁ থাকার নামই জীবন। তাইতো সবাই বলে আমি নাকি পৃথীবির সবচেয়ে সুখী মানুষ।

আর তাই শুনে আমি বিজয়ের হাসি হাসি। আর নিজেকে বলি "তুই আসোলেই পাকা আভিনেত্রী"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।