আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটেও নোংরা রাজনীতির দুর্গন্ধ (অবশেষে তামিম দলে)

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। মাত্র কদিন আগে, বরিশাল/চিটাগং এর সেমিফাইনালে ওঠা নিয়ে একটা মধ্য রাতের ক্রিকেটীয় কু (মেড ইন বাংলাদেশ) দেখেছে বিশ্ববাসী। এবার দলের সবচেয়ে আকর্ষনীয় ব্যাটসম্যান তামিমকে নিয়ে একটা নাটক হল। এসব কি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে? বাংলানিউজে পড়লাম: 'অবশেষে তামিম ইকবালকে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে। বিসিবি সভাপতিকে অনেক বুঝিয়ে রাজি করানো গেছে বলে জানান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বৃস্পতিবার রাতে হোটেলেও উঠেছেন তামিম। ৭২ ঘণ্টার নাটকের পর তামিমের এশিয়া কাপে খেলা নিশ্চত হয়। সোমবার রাতে দল ঘোষণার আগে তামিমকে অতিরিক্ত তালিকায় পাঠিয়ে দেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। ওই রাতে ১৫ সদস্যের পরিবর্তে ১৪ জনের দল ঘোষণা করে বিসিবি। এর প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন আকরাম খান।

গত দুই দিন তামিমের ফিটনেস পরীক্ষা চলে। টিম ম্যানেজমেন্ট তাকে ফিট ঘোষণা করলেও বৃহস্পতিবার বিকেলে বিসিবি সভাপতি এসএমএসের মাধ্যমে ক্রিকেট পরিচালনা বিভাগকে জানায় তামিম খেলবে না, ১৪ জনের দল থাকবে এশিয়া কাপে। উপায়ান্তর না দেখে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বিসিবি সভাপতিকে বোঝাতে চেষ্টা করেন এবং শেষপর্যন্ত তারা সফল হন। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।