ভালবাসার জানালায় যদি এতই কালিমা প্রিয়া
সেখানে কেন বারে বারে ছোটে প্রেমিক মানুষ?
ভালবাসা যদি এতই সংশয়ের
ভালবেসে কেন সখি কপোত কপোতি গড়িছে রঙের ফানুস।
চেয়েছিলাম ভালবাসা শুধু
অন্য কিছু নয়।
কিসের এত জড়তা তোমার
লাজ লজ্জা সংশয়।
সম্মুখপানে চাও প্রিয়া পেছনে তাকানোর সময় নেই
ভালবেসে সখি ভয় পেতে নেই
পিছন ফিরে কি দেখ
সুদূর অতীতের মিথ্যে ছবি কি আঁক?
ভুলে যাও অশুভ অতীত
ভুলে যাও মিথ্যা গীত
ভালবাসার জানালায় নক করেছি
মনের বিনিময়ে মন চেয়েছি।
অন্য কিছু নয়
ভালবাসার চেয়ে ভাল কি কিছু হয়?
যদি না ভাল হয়
এসো হে চাঁদের কোণা হৃদয়ে আমার
চল গড়ি পৃথিবী শুধুই ভালবাসার।
ভুল সে কভু নয় কভু নয়
ভালবেসে মানব জনম হয়রে সফল হয়।
নদীর বুকে চাঁদ
সাগর বুকে ঢেউ।
জানু আমার বুকে তুমি ছাড়া
নেই অন্য কোন কেউ।
এসো হে প্রিয়ভাষিণী
এসো পরাণে আমার।
যতবার তুমি রাধা হবে সখি
আমি কৃষ্ণ তোমার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।