আমাদের কথা খুঁজে নিন

   

পরিস্থিতি সহিংস এবং ঘোলাটে হলে দায় কে নিবে?

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা হেফাজতের সাথে জড়িত আশিভাগ কওমী মাদরাসার ছাত্র। এরা রাজনীতি করে না কিংবা জানে না, সারা বছর রাস্তায় থাকার মতো ইচ্ছা কিংবা ক্ষমতা তাদের নেই। ছয় তারিখের লংমার্চ করতে দিলে এরা লংমার্চের পর মাদরাসায় ফিরে যেতন। সরকার এবং কিছু অতিউৎসাহী বুদ্ধিজীবি নিজেরা গায়ে পড়ে মারামারি করতে আসছে। হেফাজত বারবার বলছে, তাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে- তবে ইমরান এবং অন্যান্য স্কোয়াডগুলো এদের বাধা দিচ্ছে কেন? এরা কি নাস্তিক হিসেবে নিজেকে প্রমাণিত করছে না? এ দেশের মানুষের আবেগ ইসলামের প্রতি প্রবল। ফেসবুকে কিংবা ব্লগের হিরো মানেই বাস্তবের হিরো নয়। এ সত্যটা বোঝার শক্তি কি তাদের হয়নি? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর দায় কে নিবে? গণতান্ত্রিক দেশে এ আচরণ মোটেও কাম্য ছিলনা শাহবাগের তরুণদের কাছে। রাতের হরতাল, শনিবারের অবরোধ দিয়ে নিজেরাই হাসির পাত্র হচ্ছে তারা। ফাজলামো এবং পাগলামির সীমা আছে, এর বাইরে গেলে সেটি হয় ঔদ্ধত্য এবং মাতলামি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।