ইটিভি কতৃপক্ষ কারো কোন আল্টিমেটামের তোয়াক্কা না করে হেড অফ নিউজ,চীফ রিপোর্টার ও ডেপুটি চীফ রিপোর্টার হিসেবে যথা ক্রমে:রাশেদ চৌধুরী,মামুনুর রহমান খান ও রাশেদ আহমেদকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন।
এদিকে ইটিভি পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন আজো সভা-সেমিনার করেছে। সাংবাদিক ইউনিয়ন আগামী ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের আহবান জানিয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে)নেতৃবৃন্দ একুশে টেলিভিশনে সাময়িক বরখাস্তকৃত সাংবাদিকদের কতৃপক্ষকে আগামী ৩ দিনের মধ্যে পূনঃবহাল করার আহ্বান জানিয়েছেন।অন্যথায় সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।আজ ডিইউজের মূলতবীকৃত বর্ধিত সভায় বক্তারা এই আহ্বান জানান।
ডিইউজের সভাপতি শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্টিত এই সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও ইটিভির সাংবাদিক আহমেদ জোবায়ের,ইব্রাহীম আজাদ,শাকিল আহমেদ,হারুন-অর রশীদ,ফারজানা রূপা,মাহাথীর ফারুকী বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।