পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ২৫ টি গ্যাং। পর্ব-১।
৬) Latin Kings বা Almighty Latin King and Queen Nation সংক্ষেপে
(ALKQN, ALKN, LKN) এই নামে তাদের মানুষ চিনে থাকে। এটি পৃথিবীর গ্যাংদের মধ্যে সবচেয়ে সুপরিচালিত।
তাদের নিজস্ব সংবিধান রয়েছে যা কিনা মার্কসীয় মতবাদ ফলো করে তৈরি করা হয়।
> রাজ্যক্ষেত্র: সিকাগো, নিউইয়র্ক তাদের মূল ঘাটি। এছাড়া ল্যাটিন আমেরিকার বাহিরেও তাদের অনেক অংগ সংগঠন রয়েছে।
> সদস্য সংখ্যা: ৩৫,০০০ এর মত। তবে মাঠ পর্যায়ে কাজ করে ৭০০০ এর মত।
> অস্ত্র পাচার, মাদক পাচার, চাঁদাবাজি, পরিচয় দলিল জালিয়াতি, ডাকাতি, হত্যা ইত্যাদি।
৭) James-Younger Gang দলটি এখন আগের মত ভয়ানক নয়। তাদের সুনিপুন ভাবে মানুষের টাকা চুরির ঘটনা আমেরিকার মানুষ অনেকদিন মনে রাখবে। এটি মূলত ''জেমস'' এবং ''জেসী'র একটি গ্রুপ ছিল। বলাহত Jesse James and his companions।
তারা চুরিকি একটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছিল। সেখান থেকেই হ্য়ত আজকালের সব চুরির সিনেমা তৈরির আইডিয়া পেয়ে থাকে। ১৮৭২ সাল থেকে শুরু করে প্রায় ১০০ বছর তদের উৎপাতে অতিষ্ট ছিল আমেরিকার জনগন।
৮) Mexican Mafia বা সংক্ষেপে (La eMe)। মাফিয়ার নাম আসবে অথচ মেক্সিকোর নাম আসবে না সেটা হতে পারে না।
দেশটির ড্রাগ নিয়ন্ত্রন করতে হলে একরকম গৃহযুদ্ধ করতে হবে। ২০১২'র আধুনিক যুগে এসেও যেখানে সেখানে মানুষের লাশ পরে থাকতে দেখা যায় এই মেক্সিকোতে। এর সবই ড্রাগসের পরিনতী।
> প্রতিষ্ঠা কাল: ১৯৫৭ থেকে বর্তমান।
> ফাউন্ডার: Luis "Huero Buff" Flores।
> ক্যালিফোর্নিয়া, এ্যারিজোনা, নিউ মেক্সিকো, টেক্সাস হলো এই গ্রুপটির স্বর্গরাজ্য।
> জাতিতত্ত্ব: বেশিরভাগ মেক্সিকান এবং কিছু অন্যান্য জাতিগোষ্ঠীর ও কিছু সদস্য রয়েছে।
> কীর্তিকলাপ: হত্যা, টাকা laundering, অস্ত্র পাচারের, মাদক পাচার, অপহরণ, ধান্দাবাজি, চাঁদাবাজি, মানব পাচার, বেআইনি অভিবাসন, প্রতারণা সহ সব ধরনের অপ কর্ম করতে তারা প্রস্তুত।
৯) Wah Ching নাম শুনেই বুঝা যায় এটি একটি চাইনিজ গ্যাংগ। ১৯৬০ সালে আমেরিকার সানফ্রান্সিসকোতে চাইনিজ আমেরিকানরা একটি দল গঠন করে।
পরে তাদের অপরাধের জন্য দলটিকে আমেরিকায় নিষিদ্ধ করা হয়। ডাকাতি, ব্যাঙ্ক লুট, হত্যা, অস্ত্র পাচার সহ নানাবিধ অপরাধের সাথে জড়িত হয়ে আছে এই গ্রুপ। আমেরিকার গন্ডি পেরিয়ে এশিয়ার বিভিন্ন দেশেও ছড়িয়ে পরেছে তাদের কার্যক্রম।
১০) Black Guerrilla Family সান কুইন্টেন জেলখানায় জন্ম নেয়া এই গ্রুপটি একসময় আমেরিকান বিভিন্ন প্রদেশে রাজ করে বেরায়।
> প্রতিষ্ঠাকাল: ১৯৬৬।
> কাজের এরিয়া: বিশেষত বিভিন্ন জেল।
> সদস্য সঙ্খ্যা: ৫০,০০০।
> জাতিতত্ত্ব: আফ্রিকান আমেরিকান।
> চুরি, ডাকাতি, অস্ত্র, হত্যা, মাদক দ্রব্য, জাল টাকা ইত্যাকার অপকর্মের সাথে জরিত হয়ে আছে গ্রুপটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।