আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত

ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বলে দাবি করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ক্রিস কেয়ার্নস। আইপিএলের সাবেক চেয়ারম্যান লোলিত মোদির বিরুদ্ধে করা মানহানির মামলার শুনানিতে গতকাল সোমবার লন্ডন হাইকোর্টে কেয়ার্নস এ দাবি করেন। ২০১০ সালের জানুয়ারি মাসে টুইটারে এক বার্তায় মোদি লেখেন, অতীতে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার রেকর্ড থাকায় কেয়ার্নসকে আইপিএল নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মোদির এ বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ পরিবেশন করে ভারতীয় একটি ওয়েবসাইট। কেয়ার্নস এর প্রতিবাদ জানালে ওই ওয়েবসাইট দুঃখ প্রকাশ করে সংবাদটি প্রত্যাহার করে নেয় এবং ক্ষতিপূরণ দেয়।

তবে নিজের মন্তব্যের কারণে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান মোদি। শুনানিতে ৪১ বছর বয়সী কেয়ার্নস দাবি করেন, মোদির বক্তব্য পুরোপুরি অসত্য ও মানহানিকর। এ সময় অভিযুক্ত মোদিও আদালতে উপস্থিত ছিলেন। কেয়ার্নস বলেন, ‘মোদির বক্তব্য আমার পারিবারিক ও সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। বন্ধুবান্ধবেরা আমার সততা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আমার স্ত্রী হয়তো মনে করছে, ও যেমনটা চেয়েছে, আমি তেমন নই। ’ আইনজীবীরা জানান, অধুনালুপ্ত ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) ফ্র্যাঞ্চাইজি চণ্ডিগড় লায়ন্সের হয়ে তিনটি প্রতিযোগিতায় অধিনায়কত্ব করেন কেয়ার্নস। আদালতে কেয়ার্নস অভিযোগ করেন, ভারতীয় দুই ক্রিকেটার দিনেশ মঙ্গিয়া ও টি পি সিংয়ের মাধ্যমে লায়ন্সে ম্যাচ পাতানোর ‘কীট’ প্রবেশ করে। তাঁদের সঙ্গে এক বাজিকরের যোগাযোগ ছিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.