মনফুলের বাগানে স্বাগতম... ১/
হযরত আলী (রাঃ) কোথাও যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি অনাহুতভাবে তাকে গালাগাল দিতে শুরু করল।
হযরত আলী লোকটির কাছে গিয়ে বললেন, ভাই! তুমি আমার সম্পর্কে যা কিছু বললে তা যদি সত্য হয় তবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আর যদি তোমার এই সমস্ত কথা সত্য না হয় তবে আল্লাহ পাক যেন তোমাকে ক্ষমা করে দেন।
২/
প্রকৃত বিনয় কাকে বলে জান? সামনে যাকে দেখ তাকেই তোমার চেয়ে উত্তম মনে করার নামই প্রকৃত বিনয়। - হযরত ওসমান হারুনী।
৩/
টাকার গরমে যে ব্যক্তি অহংকার করে তার সামনে অহংকার করাই বিনয়। - ইমাম গাজ্জালী
৪/
লোকের যে সমস্ত দোষ ত্র“টির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চষ্টা করো না। - হযরত আলী (রাঃ)
৫/
নিজেদের মতের উপর প্রাধান্য বিস্তারে প্রয়াসী মানুষ অধিকাংশ সময় জীবনে ব্যর্থতার সম্মুখীন হয়। - নিয়ামুল-মুলক্
৬/
পদস্খলন ততটুকু বিপজ্জনক নয়, যতটুকু বিপজ্জনক মুখের স্খলন। - আবু নাওয়াছ
৭/
একদা খলীফা মনসুর দরবারে বসে আছেন।
বারবার একটি মাছি তার মুখে বসে জ্বালাতন করতে লাগল। খলিফা বিরক্ত হয়ে বললেন,“আল্লাহ পাক কেন এমন একটা জঘন্য প্রাণী সৃষ্টি করলেন?
বিশিষ্ট আলেম শায়খ ইবনে সুলায়মান দরবারে উপস্থিত ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন,“অহংকারীর মুখে চপেটাঘাত করার জন্য!”
--------------------------------------------------------------
সূত্র - কুড়ানো মানিক - মাওলানা মুহিউদ্দিন খান - মদীনা পাবলিকেশান্স
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।