জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** আমার হার্ট ফেইল করেছে, কত চেষ্টা করল ডাঃ এটাকে ঠিক করার।কিন্তু পারল না। এই বসন্তে আমার জীবনে যে কত অঘটন ঘটল। তার মধ্যে হার্ট ফেইল এক নতুন রোগ যুক্ত হল। এখন নাকি প্রায়ই আমাকে চেক- আপে থাকতে হবে, প্রিয়, তুমি আমাকে শুধু প্রানে মারোনি, আমাকে দেহেও মেরে গিয়েছ।এখন আমি সব ভুলে যাই, আমি সব কিছুতে হেরে যাই, আহহারে মানুষ এত পাষন্ড হয় কি করে? আমার প্রানপ্রিয় কম্পিউটারের হার্ড-ডিস্ক ইন্তিকাল করেছে । কিছুতেই ১৬০ গিগাবাইট স্মৃতিকে উদ্ধার করা গেল না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।