আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার বক্তব্য কোনটি ঠিক?

খাড়ার উপরে সংসদে দাঁড়িয়ে কিভাবে ম্যাডাম মিথ্যা কথা বলে ? গত জানুয়ারীমাসের ৩০ তারিখে ওয়াশিংটন টাইমস পত্রিকায় খালেদার লিখা চিঠি নিয়ে ঝড় বয়ে যায় দেশে। বিশেষ করে, জিএসপি সুবিধা বাতিল করে সরকারকে চাপে রাখতে অনুরোধ জানানোয় খালেদার উপর ব্যপক সমালোচনা হয় । তো আজকে উনি সংসদে দাঁড়িয়ে কি বলেছেন জানেন ? খালেদা জিয়া - ‘জিএসপি-সুবিধা বহাল রাখতে ব্যর্থ হয়ে সরকার এখন বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন কথা বলছে। আমি নাকি চিঠি দিয়েছি। কোনো চিঠি দেয়ার প্রশ্নই ওঠে না।

’ এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠির কপি হাতে নিয়ে তুলে ধরেন। যেখানে একটি অংশ বিশেষভাবে চিহ্নিত করা আছে। তখন খালেদা জিয়া বলেন, ‘এটা আমার চিঠি নয়। ’ মন্তব্য - এই চিঠি যে আপনি নিজে লিখেন নাই সেইটা আমরা জানি কারন ক্লাস এইট পাস কারোই এতভাবে ভাল ইংলিশে চিঠি লিখা সম্ভব না, তবে চিঠির লেখক হিসেবে আপনার নাম ই আছে এবং সেটাই প্রমান করে চিঠির প্রতিটা শব্দের সাথে আপনি একমত । পালানোর পথ নাই ম্যাডাম এই যুগে মিথ্যা কথা বলে!!! ২য় অংশঃ ২রা ফেব্রুয়ারী/২০১৩ তারিখে জনাবে মৌদুদ সাহেব বলেন- " সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ওয়াশিংটন টাইমস-এ লেখা খালেদা জিয়ার নিবন্ধে সরকারের আঁতে ঘা লেগেছে।

জাতীয় সংসদে সরকারি দলের সাংসদেরা যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তাতে প্রমাণ করে যে দুর্নীতি ও দুঃশাসন নিয়ে সত্য কথা লেখা হয়েছে। তিনি বলেন, এই লেখায় বাংলাদেশের গণতন্ত্র ও ১৬ কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রসহ সব শুভাকাঙ্ক্ষী দেশের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। " সূত্র - Click This Link বিএনপি-জামাতের প্রিয় পত্রিকা দৈনিক পশ্চাতদেশে কি বলা হইছে এইটা একটু দেখি - অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। দেশের সামগ্রিক বিষয় তুলে ধরে তিনি ওয়াশিংটন পোস্টে নিবন্ধ লিখেছেন। এতে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববাসী বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। এ ধরনের নিবন্ধ ও প্রবন্ধ প্রতিনিয়তই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। " লিঙ্কঃ Click This Link আজকে - এই চিঠি আমি লিখি নাই, কে লিখেছে জানিনা - বেজি ( বেগম জিয়া ) ৩০শে জানুয়ারী ২০১৩, জিএসপি সুবিধা বাতিল সহ বহুবিধ নিষেধাজ্ঞা জারি করে সরকারকে চাপে রাখতে আমেরিকার কাছে খালেদার চিঠি। ছাপা হয় ওয়াশিংটন টাইমসে ( Click This Link) ম্যাডাম আপনি কি পাবলিকরে বলদ পাইছেন ? না সবাই ক্লাস এইট পাশ ভাবেন ? সেই দিন কি আর আছে ? রাজনীতির নামে আর কত নষ্টামি করবেন ? কবরে যেতে হবে তো নাকি একদিন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।