আমাদের কথা খুঁজে নিন

   

আহাদ জুট মিলে অগ্নিকাণ্ড : ক্ষতি ১০০, না দেড় কোটি টাকার !

শুক্রবার সকালে যশোরের আহাদ জুট মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ক্ষতির অঙ্ক নিয়ে মিল ও ফায়ার সার্ভিস এ দু'পক্ষের মধ্যে রয়েছে আকাশপাতাল ব্যবধান ! আসলে ঘটনা কী ? এতে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের পাট ও মালামাল ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ দাবি করলেও দমকল বাহিনীর কর্মকর্তার দাবি ক্ষতির পরিমাণ দেড় কোটির মত। বেলা ১১টার দিকে আহাদ জুট মিলসের অভ্যন্তরে আহাদ জুট স্পিনার্সে থাকা পাটে আগুন লেগে যায়। মিলের দু’ নম্বর শেডের সবকটিতে আগুন ছড়িয়ে পড়ে। মিলের নিরাপত্তাকর্মীরা জানান, শুক্রবার মিল বন্ধ থাকায় ওই শেডে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল।

সেখান থেকে আগুনের ফুলকি থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা মিলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার করে। প্রায় দু’ হাজার সিলিন্ডার তারা ব্যবহার করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনীর লোকজন এসে তাদের সাথে মিলিত হয়। আহাদ জুট মিলসের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, মিলের অর্ধেকের বেশি পাট এই স্পিনার্সে থাকে।

এই স্থানে রক্ষিত পাটের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। যা আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে যশোর ফায়ার স্টেশন ও সিভিল সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে ১১টার মধ্যে ঘটনাস্থল যশোর সদরের বালিয়াডাঙ্গাস্থ আহাদ জুট মিলস ক্যাম্পাসে পৌঁছায়। এখানে তাদের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে ব্যবহৃত হলেও আগুন ক্রমেই বাড়তে থাকে। এরপর বাঘারপাড়া, মণিরামপুর ও ঝিকরগাছা থেকে আরও চারটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।

ফায়ার স্টেশনের এডি আসাদুজ্জামান শেখ বলেন, বেলা ১টা ১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দাবি করে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত শেডের পাশেই জুট মিলটি অবস্থিত। সেকারণে আগুন যাতে মিলের যন্ত্রপাতিতে ছড়িয়ে না পড়ে প্রথমে আমরা সেব্যবস্থা করেছি। আগুনে ক্ষয়ক্ষতি বিষয়ে তিনি আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.