বাফুফেকে সাপোর্ট দিন....
সরকারের ১০০ দিন হয়ে গেল। এর মধ্যে মাননীয় ক্রীড়া মন্ত্রীকে কয়দিন পেয়েছি?
১) ঢাকা স্টেডিয়াম বিশ্বকাপ উপলক্ষে ফুটবল থেকে ক্রীকেটকে দেয়া।
২)পাকিস্তান ট্যুর বাতিল করা।
৩) সুপার কাপের ফাইনালে মি. আনন্দ রাজা, সিটিসেলের হেড মার্কেটিং এর হাত থেকে প্রাইজের চেক নিয়ে কারাকারি করা(আমার প্রথম মন্ত্রী দর্শন)।
৪)হকি খেলোয়াড়দের আন্দোলনের সময় কিছু ফাকাঁ প্রতিস্রুতি (কবে বাস্তবায়ন হবে কে জানে)।
৫) বাফুফে-বসুন্ধরা চুক্তির ব্যাপারে সারা দেশ জানে, উনি কিছু জানেন না।
সরকারের এত এম.পি এর মধ্যে ক্রীড়া বোঝে, ভালবাসে এরকম একজন ও কি নাই?
এরকম চললে ক্রীড়াক্ষেত্রে দিন সত্যিই বদলাবে.....কোনদিকে তা সময়েই বলবে.......ভাল কিছুর জন্য অপেক্ষায়.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।