ছবিটিতে দেখা যাচ্ছে চারজন বীরকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়া হচ্ছে। আহ্ কতই না সুন্দর লাগছে..!!!! তারা দেশের জন্য হয়তো অনেক ভালো কেনো কাজ করেছেন।
কিন্তু ছবিটিকে নিয়ে সরকার বিব্রতকর পরিস্থিাতর মধ্যে পড়তে পারে অথবা জনগনের কাছে জবাবদিহি করতে হতে পারে। একদিন হয়তো এটি একটি বিতর্কিত ছবি হিসেবে সবাই দেখবে।
গতকাল নাটোরের সার্কিট হাউসে এই সম্বর্ধনা দেয়া হয়।
আর মালা পরিয়ে কৃতি সন্তানদের বরণ করে নিচ্ছেন বর্তমানে একজন মন্ত্রী আহাদ আলী সরকার!!বিস্মিত এই জন্যে এরা সর্বোচ্চ দন্ডপ্রাপ্ত আসামী নাটোরে যুবদল নেতা গামা হত্য মামলার। এদের নামঃ ফারুক শাহ্, শাহজাহান আলী, বাদল ও আব্দুল জলিল।
২০০৬ সালের ২৪ আগষ্ট ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক ফিরোজ আলম নলডাঙ্গা থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এস, এম ফিরোজ সহ ২১ নেতাকর্মী বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। রাষ্ট্রপতির ক্ষমায় তারা মুক্ত।
একজন সাধারন আসামীকে মুক্ত দেয়া স্বাভাবিক হতে পারে কিন্তু ফাসিঁর আসামীরকে কেমনে সম্ভব? তাহলে কি বিচারটি রাজনৈতিক ছিলো? এক আদালত ফাঁসির আদেশ দিলে উচ্চ আদালতে হয়তো তারা বিচার প্রার্থনা করতে পারে কিন্তু সরাসরি মুক্তি এটি বোঝা যাচ্ছে এক্কেবারে রাজনৈতিক হস্তক্ষেপ।
হয় বিএনপির সময় তাদের ইচ্ছামত সাজিয়ে চার্জশীট দিয়ে বিচার করেছেন, নতুবা বর্তমান সরকার তাদের ইচ্ছামত কারন দেখিয়ে মুক্ত করলেন।
সত্যিই সেলুকাস... বিচিত্র এই দেশ , দেশের রাজনীতি...এখন বলতে দ্বিধা নেই যে সব সম্ভবের দেশ আমাদের বাংলাদেশ .... !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।