আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবীর অনুসরণে আমার ১৩ দফা দাবী।

হেফাজতে ইসলামকে অনুসরণ করে আমিও ১৩ দফা দাবী পেশ করলাম। সরকার না মানলে লাগাতার হরতাল দেওয়া হবে : ১) বসে পায়খানা করা যাবে না। দাঁড়িয়ে করতে হবে। দাঁড়িয়ে পায়খানা করার সময়ে হিসু করা যাবেনা। পায়খানা শেষ করে হিসু করতে হবে।

২) রাস্তায় ছোট বোনকে কোলে নিয়েও কোনো ভাই বের হতে পারবে না। কোনো মা তার ছোট ছেলেকে নিয়ে রাস্তায় বের হতে পারবে না। মোদ্দা কথা, ছেলে-মেয়ের মাঝে একশ' হাত দূরত্ব বজায় রাখতে হবে। ৩) ছেলেরা মেয়েদের বিয়ে করতে পারবে না। ছেলেরা ছেলেদের এবং মেয়েরা মেয়েদের বিয়ে করতে হবে।

এক্ষেত্রে সাকা'র কীর্তি অনুসরণযোগ্য। ৪) সোনার বাংলা বাদে বাকি সব ব্লগের ব্লগারদের এবং বাঁশেরকেল্লা'র লাইকার বাদে সমস্ত ফেসবুকারদের ফাঁসি নিশ্চিত করতে হবে। ৫) শুধুমাত্র যীশু আর মেরির মূর্তি বাদে হিন্দু-বৌদ্ধ-চাকমা-মারমা-সাওতাল-মুরং সকলের উপাসনালয়ের মূর্তি ভাঙতে হবে। এগুলো রাষ্ট্রধর্মের পরিপন্থি। ৬) স্মৃতিসৌধের বর্তমান রূপ বিকৃত।

সুতরাং নতুন করে চাঁদ-তাঁরা মার্কা সহি স্মৃতিসৌধ তৈরি করতে হবে। ৭) মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল বই একজায়গায় রেখে পেট্রোল দিয়ে পুড়াতে হবে। ইতিহাসের বই রাখা, বহন করা নিষিদ্ধ করতে হবে। কারো কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসের বই পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৮) অ্যানিমেল পর্ণ, অ্যানাল পর্ণ, লেসবো-গে পর্ণ, গ্রুপ-গ্যাংব্যাং পর্ণ সাইট গুলোর লিংক বিটিআরসি যাতে বন্ধ না করে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৯) ইলেকট্রিসিটি গেলেও হ্যারিকেন, মোমবাতি, চার্জার লাইট, জেনারেটর, সৌর বিদ্যুৎ প্রজ্বলন করা যাবেনা। আল্লামা সাঈদীর খোমা প্রদর্শনকারী চাঁদের আলোয় আস্থা রাখতে হবে। ১০) স্কুল-কলেজ থাকতে পারবে না। ইংলিশ মিডিয়াম স্কুল তো না-ই। বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করতে হবে।

শুধু মাদ্রাসা শিক্ষা চালু করতে হবে। মোবাইল-কম্পিউটার-আই প্যাড ব্যবহার নিষিদ্ধ করতে হবে। ১১) এই মুহূর্তে জেলে যতগুলো ফাঁসির আসামী আছে, তাদের সকলকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। ১২) 'রাজাকার', 'আলবদর', 'আলশামস' শব্দ গুলো বাংলা ডিকশনারী থেকে মুছে ফেলতে হবে। এসব শব্দ উচ্চারণকারীর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করতে হবে।

১৩) নারী নেতৃত্ব হারাম ঘোষণা করতে হবে। বাল্য বিবাহ এবং বহু বিবাহ আইন চালু করতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.