আমাদের কথা খুঁজে নিন

   

সুপারন্যাচারাল - রহস্য আর অ্যাকশনে ভরা একটি ভৌতিক সিরিয়াল

সম্প্রতি দেখেছি এমন একটি টিভি সিরিজ সুপারন্যাচারাল এর কথা বলব আজ আপনাদের । Supernatural সিরিজটি মূলত সুপারন্যাচারাল শক্তি , নানা মিথোলজিকাল প্রাণী , ভুত, প্রেত, ডেমন, ভ্যাম্পায়ার, অয়্যারউলফ , জিন, শেপ শিফটার, নাইট শিফটার, ক্রোকটা এই রকম আরও নানা ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে ডিন আর স্যাম উইনচেষ্টার নামে ২ ভাই এর যুদ্ধ নিয়ে চলতে থাকে । ডিন আর স্যাম হান্টার । সিরিজটির এখন পর্যন্ত ৭ টি সিজন বের হয়েছে । ডিন উইনচেষ্টার চরিত্রে অভিনয় করেছেন - Jensen Ackles স্যাম উইনচেষ্টার চরিত্রে অভিনয় করেছেন - Jared Padalecki সিজন ৭ এর সবগুলো পর্ব এখনও রিলিজ হয়নি ।

রিভিউ গুলোতে চরম মাত্রায় স্পয়লার [SPOILER] আছে । আগে দেখেন নাই এমন কেউ নামিয়ে দেখতে চাইলে, রিভিউ অংশটা না পড়ে চোখ বন্ধ করে রাখুন । সিজন ১ ২২ পর্বের সিজন ১ এর প্রচার শুরু হয়, ১৩ সেপ্টেম্বর ২০০৫ এ । কাহিনীর শুরু হয়, ডিন আর স্যাম উইনচেষ্টার এর মায়ের রহস্যময় মৃত্যুর পর থেকে । অন্য শিশুদের মত আনন্দময় শৈশব বঞ্চিত ডিন আর স্যাম ছোটকাল থেকেই তাদের বাবার তদারকিতে দক্ষ হান্টার হিসেবে বেড়ে উঠে ।

এক মিশনে গিয়ে তাদের বাবা জন উইনচেষ্টার নিখোঁজ হলে ডিন আর স্যাম তাদের বাবার খোঁজ শুরু করে । চলার পথে , ভুত প্রেত আর ডেমনদের হাত থেকে নীরিহ মানুষদের রক্ষা করে । এক সময় তারা জন এর দেখা পায় । তার কাছ থেকে জানতে পারে , তাদের মা কে হত্যাকারী হলুদ চোখের শয়তানের কথা । সেই সাথে তাকে হত্যা করতে পারে এমন একমাত্র কোল্ট পিস্তল এর কথা ।

সিজন শেষ হয়, ডেমন দ্বারা আক্রান্ত হয়ে এক ভয়াবহ কার এক্সিডেন্ট এর মাধ্যমে । ডাউনলোড লিঙ্ক - লিঙ্ক সিজন ২ সিরিজ শুরু হয় জন উইনচেষ্টার এর মৃত্যু দিয়ে । তাঁর মৃত্যুর পিছনেও হলুদ চোখের শয়তানের হাত আছে বলে ডিন আর স্যাম বিশ্বাস করে । স্যাম এর গার্লফ্রেন্ড জেসিকাও একই শয়তানের হাতে মারা যায় । এই শয়তানের খোঁজে ডিন আর স্যাম এর সাথে হাত মিলায় জো , এলেন , অ্যাশ এর মত অন্য হান্টাররা ।

কিন্তু হলুদ চোখের শয়তানের স্যাম কে নিয়ে অনেক বড় প্ল্যান আছে । স্যাম এর ছোটবেলায় তাকে ডেমনিক ব্লাড খাওয়ায় সে অন্য আরও অনেক শিশুর মত । ওইদিকে ঘটনা চক্রে স্যাম মারা গেলে ডিন শয়তানের সাথে ডিল করে যে, স্যাম এর জীবনের বিনিময়ে ডিন এর আত্মা এক বছর পর শয়তানের কাছে বিক্রি হয়ে যাবে । সিজনের শেষে ডিন এর হাতে হলুদ চোখের শয়তানের মৃত্যু হলেও তার আগে হেল গেট খুলে যায় আর অনেক শয়তান পৃথিবী তে ঢুকে পড়ে । ডাউনলোড লিঙ্ক - লিঙ্ক সিজন ৩ ১৬ পর্বের সিজন ৩ মূলত ডিনকে তার ডিল থেকে মুক্ত করার উপায় খোঁজা নিয়েই কেটে যায়।

ডিন আর স্যাম নরক থেকে মুক্তি পাওয়া ডেমনদের খুজতে থাকে আর ডিন এর সাথে চুক্তিকারী ডেমন কেও । এই সিজনে পরিচয় হয় রুবি নামের "ভালো" এক ডেমন এর যে ডিন আর স্যাম কে তাদের কাজে সাহায্য করে নানা ভাবে । পরিচয় হয় , বেলা নামের এক রহস্যময় তরুণী এর সাথেও যে পদে পদে তাদের কাজে বাধা সৃষ্টি করে । শেষে তারা জানতে পারে, লিলিথ নামে এক ভয়ানক শক্তিশালী ডেমন এর হাতে ডিন এর চুক্তি । ১ বছরের মাঝে লিলিথ কে মারতে না পারায় ডিন এর আত্মা নরকে চলে যায় ।

ডাউনলোড লিঙ্ক - লিঙ্ক সিজন ৪ ডিনকে নরক থেকে তুলে আনে ক্যাসটিয়েল নামের এক অ্যাঞ্জেল । লিলিথ আর তার ডেমন বাহিনীকে থামানোর জন্য অ্যাঞ্জেলরা হান্টারদের সাথে একজোট হয় । লিলিথ ওইদিকে একে একে ৬৬ টা সিল ভাঙ্গা শুরু করে । সব গুলো সিল ভাঙ্গা শেষে লুসিফের নরক থেকে মুক্ত হয়ে যাবে । ওইদিকে স্যাম তার ডেমন পাওয়ার বাড়ানো শুরু করে, আর ভাই ডিন এর থেকে রুবি কে বেশী গুরুত্ব দেয়া শুরু করে ।

সিজন শেষ হয় স্যাম এর হাতে লিলিথ এর মৃত্যুর মাধ্যমে কিন্তু লিলিথ এর মৃত্যুই ছিল ৬৬ তম সিল । না জেনে স্যাম শেষ সিল ভেঙ্গে ফেলে আর লুসিফার মুক্ত হয়ে যায় পৃথিবীতে। ডাউনলোড লিঙ্ক - লিঙ্ক সিজন ৫ এই সিজন মূলত লুসিফার এর হাত থেকে পৃথিবীকে রক্ষায় অ্যাঞ্জেল আর ডিন আর স্যাম এর মিশন নিয়েই । লুসিফারকে পুনরায় বন্দী করতে হলে দরকার রিং অফ দা ফোর হর্সম্যান এর চারটি আংটি। তারা এই রিং গুলা খুঁজতে থাকে ।

ওইদিকে লুসিফার তার দলবল নিয়ে তাণ্ডব চালিয়ে যায় । ডাউনলোড লিঙ্ক - লিঙ্ক সিজন ৬ এই সিজনটার কাহিনী এগিয়ে গেছে, গড লুসিফার অ্যাঞ্জেল ডেমন দের মারামারির মধ্য দিয়ে । লুসিফার এর হাতে গড এর মৃত্যুর পর নতুন গড এর জায়গা নিয়ে শবার মাঝে মারামারি শুরু হয় । সবাই কে ধোঁকা দিয়ে শেষ পর্যন্ত গড হয়ে যায় .... ডাউনলোড লিঙ্ক - লিঙ্ক তাহলে আর দেরি কেন , যারা হরর মুভি আর সুপারন্যাচারাল ভালো বাসেন তারা এখনি দেখা শুরু করে দিন ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।