আমি আমিই
গতানুগতিক জীবন নাকি উত্তাল সমুদ্রের রোমাঞ্চ। সিদ্ধান্তের ভার তোমার। যদি সাহসী হও তবে সমুদ্র হবে তোমার ঠিকানা, বন্ধু হবে ঢেউ। বিশাল সমুদ্দুর আর অন্তহীন আকাশের মাঝে তুমি হার না মানা এক বীর যোদ্ধা। দক্ষতা আর নৈপুন্নে তোমার জয় হবে নিশ্চিত।
দেশের সহস্র সম্পদ লুকিয়ে আছে যার বুকে তুমি তার অতন্দ্র প্রহরী। মুহূর্তে মুহূর্তে শিহরণ আর মৃত্যুর ঝঞ্ঝাকে পরাজিত করে পাবে গৌরবময় জীবনের সাধ। দূর্লভ এই জীবনের অমূল্য পুরষ্কার সম্মান, মর্যাদা ও গৌরব। আছে কি শক্তি? আছে কি দম? আছে কি প্রতীঞ্জা তোমার? জন্মভূমি তোমার অপেক্ষায়। বাংলাদেশ নৌ বাহিনী।
শান্তিতে, সংগ্রামে সমুদ্রে দূর্জয়।
বিপ্লবী নাবিক
বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃক আটককৃত বাংলাদেশের সমুদ্র সীমায় অবৈধভাবে প্রবেশকারী জলযান
বিস্মৃতির আড়ালে চলে যাওয়া একজন দেশপ্রেমিক নাবিক - রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান
নৌ বাহিনীর চৌকশ নেতৃত্বে স্বতন্ত্র মর্যাদার শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে খুলনা শিপইয়ার্ড
স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ
সশস্ত্র বাহিনীতে যোগদিন
একজন অপ্রচারিত নায়ক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।