তোমার ভয় পাওয়া চেহারা, আমি আলোতে আনাড়ি.......। ভারতে ফেডারেল জার্মানির এক নাগরিককে আটক করা হয়েছে, পুলিশের তথ্য অনুযায়ী, যিনি পারমাণবিক বিদ্যুত্শক্তির ক্ষেত্রে রুশ-ভারত সহযোগিতার মুখ্য প্রকল্প – কুদানকুলাম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ আয়োজনে অর্থ যোগানে জড়িত. মঙ্গলবার ঐ জার্মান ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো হয়. রাশিয়ার ইতার-তাস সংবাদ এজেন্সির তথ্য অনুযায়ী. কথা হচ্ছে জনৈক জোনটেগ রাইনের হেরমান সম্বন্ধে. নির্ধারিত হয়েছে যে, তিনি অর্থ সংগ্রহ করেন, সেই সঙ্গে বিদেশেও, পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ আয়োজনের জন্য. এ বিদ্যুত্ কেন্দ্র ভারতের তামিলনাডু প্রদেশে নির্মিত হচ্ছে রাশিয়ার “রসআতোমের” অংশগ্রহণে. আগে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমনমোহন সিং কেন্দ্রকে ঘিরে হৈ-হল্লায় স্থানীয় বেসরকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলেন, যারা এ ব্যাপারে বিদেশী সহায়তা পাচ্ছে. প্রতিবাদ আন্দোলনের জন্য প্রতিটি এক হাজার মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুত্শক্তি ব্লক চালু করতে দেরি হচ্ছে.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।