আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে ভুয়া বা ফেক সাইট সনাক্ত করবেন??

সমাজ ও রাষ্ট্রের যাবতীয় আনাচার-অবিচার-অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে আজীবন-আমরণ প্রতিবাদীকন্ঠ। খুব সহজভাবে আপনি সনাক্ত করতে পারেন ভূয়া অনলাইন আয়ের সাইটকে। প্রথমেই দেখবেন-তাদের ক্যাশ আউট সিস্টেম বা অটো পেমেন্ট উইড্র বাটন আছে কিনা? ওডেস্ক, ফ্রীলাঞ্চার, ইলাঞ্চ, এলার্টপে বা পেপল জাতীয় সাইটগূলোতে যেমন ক্যাশ আউট সিস্টেম বা অটো পেমেন্ট উইড্র বাটন থাকে ঠিক তেমনই থাকতে হবে। এরপর প্রকাশ্য ফোরাম এবং আপনার লেখা পোস্টিং করার সুযোগ থাকতে হবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন (ফাক) বিভাগ থাকতেই হবে। পিটিসি হলে প্রতিক্লিকে কয়েক সেন্টের বেশী পাবেন না।

যারা প্রতি ক্লিকে ১/২-১০ বা বেশী ডলার দেয় বলে--সেটি ভূয়া বা স্কাম সাইট। তবে কিছু সাইটে ওপরের সব কয়টি অপশন থাকার পরও সেটি ভূয়া হতে পারে যদি মিনিমাম টাকা উত্তোলন বা ক্যাশ অউটের সময় কিছু সার্ভে করতে বা ইনফরমেশন ভেরিফাইডের নামে নেক্সট পেজে ক্লিক করতে বলে; অথচ নেক্সট পেজটি ওপেন না হয়ে রিডাইরেক্টিং হতেই থাকে কিংবা লোড হতেই থাকে ঘন্টার পর পর অথবা দিনের পর দিন পর্যন্ত!!যন্তকিন্তু হয়তো আপনি ভাববেন যে, আপনার ইন্টারনেট স্লো বা আপনার কম্পিউটারেরই সমস্যা? কিন্তু নাহ, এই ধোঁকাবাজরা আপনারবিশ্বাস অর্জনের জন্যই এমন পদ্ধতির আশ্রয় নিয়ে থাকে। যারা আপনার মেসেজের দ্রুত জবাব দেয় তারাও সঠিক সাইট বলা যায়--আর যারা কোনো জবাব দেবেনা--তারা স্কাম। তবে বাংলাদেশের সাইটের বেলায় এ থিউরি কাজে নাও লাগতে পারে। কারন ঠকবাজী চরিত্রের কারনে আমরা এসব নিয়ম জারী রেখেও যুবক বা সাম্প্রতিক ডোলেন্সারের মতো হায় হায় কোম্পানীর ফাদ পেতে উধাও হতেই পারি।

তাই বলে এদেশে খাটি অনলাইন আয়ের সাইট নেই-তা কিন্তু নয়। ডোলেন্সারের মতো দেশে-বিদেশে বহু হায় হায় কোম্পানী আছে ঠিক; তাই বলে প্রকৃত অনলাইন আয়ের সাইট কি নেই? টাকা ইনভেস্ট ছাড়াই লাইক দেয়া, শেয়ার করা, ফলো করা, ভিডিও দেখা ইত্যাদির মাধ্যমেও বেশ আয় করা যায়। এমন কয়েকটি আয়ের সাইট লিঙ্ক দিলাম দেখুন--(Some payment proof sites link-- ১। tkquiz.com-(Click the color fonts) টাকাকুইজ-পেমেন্ট প্রুফ, বাংলাদেশী এই দেশী সাইটে আয় কম মানে প্রতিদিন ৪টি কুইজের জবাব দিয়ে ৫০ থেকে ২০ টাকা পেতে পারেন মাত্র মোবাইলে রিচার্জের মাধ্যমে। ২।

shareyt.com-(Click the color fonts) শেয়ার ওয়াইটি-পেমেন্ট প্রুফ, দেশী মিনিমাম উয়িথড্রল (১৪২৮ পয়েন্ট ৫৭ কয়েন)=১ ডলার গ্রামীন ও ররি'র বিকাশ এর মাধ্যমে। লাইক, শেয়ার, ফলো করা, ওয়াচ ইত্যাদির মাধ্যমে আয় করতে হয়। ৩। bidsson.com-(Click the color fonts) বিডসন-পেমেন্ট প্রুফ, বিদেশী মিনিমাম ক্যাশ আউট ১০০ ইউরো, প্রতিসপ্তাহে বৃহস্পতিবার পেমেন্ট দেয়। লাইক, শেয়ার, ফলো করা, ওয়াচ ইত্যাদির মাধ্যমে আয় করতে হয়।

৪। inboxdollars.com-(Click on the color fonts) ইনবক্স ডলার-পেমেন্ট প্রুফ, বিদেশী এখানে মিনিমাম ক্যাশ আউট ৩০ ডলার। paid Email, survey, playing games ইত্যাদির মাধ্যমে প্রতি ইভেন্টে .২৫-.৫০ ডলার পর্যন্ত আয় করা যায়। সাইন আপ বোনাস তো ৫ ডলার আছেই। ৫।

[link|http://globalactioncash.com/home?ref=shahalambadsha| globalactioncash-(Click the color fonts) গ্লোবাল আকশন ক্যাশ পেমেন্ট প্রুফ মূলত বিভিন্ন সাইট থেকে প্রেরীত ইমেইল চেক করে বা পড়েই এখান থেকে আয় করা যায়। গেম খেলেও আয় করা যায় এখানে। আরো জানতে এখানে ক্লিক করুন ভূয়া সাইটের তালিকা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.