মাইনকা চিপায় আছি, বি পি এল এর শুরুতেই বরিশাল বার্নাস এর সমর্থক ছিলাম।এখানে কিছু বরিশালের সমর্থক পাবেন ব্যানার নিয়ে প্রথম দিন খেলাও দেখেছিলাম আমার চৌদ্দ গুষ্টি সব বরিশাল বিয়ে করেছে আমি সহ। বেশ কিছু প্রিয় খেলোয়ার ছিলো যেমন গেইল, নাফিস, শুভ। দলটি বেশ ভালোই খেলছিলো। গত দুই-তিনটি ম্যাচতো অসাধারন খেললো। ফাইনালে আজ ঢাকা-বরিশাল। আমার বাড়ি ঢাকা বিভাগে, বসবাসও ঢাকায় কিন্তু আগের থেকেই বরিশালের সার্পোটার তাহলে কি আজ আমাকে মিরজাফরের ভুমিকায় দেখা যাবে? হয়তো তাই! তবে আমি ভাবছি তাদের নিয়ে যাদের কথা ৮-১০ বছর আগে সিনিয়রদের মুখে শুনেছিলাম এবং দু-একজন পরিচিত, বৃহতর বরিশাল অঞ্চলের ছেলেরা নাকি অনেকেই ঢাকার বাড়িওয়ালাদের মেয়ে বিয়ে করে ঘর জামাই!(লিংকু নাই) তাদের কি হবে ভেবে, আজ বরিশাল জিতলেতো তাদের ঘরে যাওয়া নিষিদ্ধ হয়ে যাবে ! যাই হোক মিরজাফর বা রাজাকার বা ছাগু, ভাদা, পাদা যাই হই আজ বরিশালেরই জয়ই চাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।