ভালবাসি ভালবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাশি...
জানিস, নিখিলেশ আমি প্রেমে পড়েছি! না, ভুল বললাম কী,আমরা প্রেমে পড়েছি। আমার কবিতা পড়তে সব সময়ই ভাল লাগতো। আজ আমার জীবন্ত কবিতা রচনার সময় এসেছে।
ও বলল, তুমি আমায় ভালবাসো, আমি বললাম,বাসি। সে বলল কতটুকু, আমি বললাম, এতটুকু। ও বলল, মানে? আমি বললাম, আকাশ সমান। ও বলল, আকাশ কী এতটুকুন নাকি! আমি বলল, এতটুকুনইতো!
আমি ভাবছিলাম,আমার জীবনে হয়ত কবিতার ছন্দপতন ঘটবে। কিন্তু সেই যে, আমার শ্রেষ্ঠ কবিতা, তা বুঝি বুঝলাম আজ সকালে।
...আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।(ধন্যবাদ রবি দাদা, তোমার ছন্দের জন্য)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।