------ ছোট্র পাখি টুনটুন, গান গায় সে গুনগুন। তিড়িং বিড়িং ছোটে, বন-বাদাড়ে মাঠে। ফুড়ুৎ করে উড়ে, গাছের ডালে চড়ে। পোকা-মাকড় খায়, এমনি দিন যায়। ঝিঙে মাচায় বনের ধারে কিংবা ঘরের কোণে, ছোট্র পাখি টুনটুনিরা সেথায় বাসা বুনে। এমনি ভাবেই টুনটুনিরা ভীষন সুখে আছে, মাংস-পোলাও খায়না ওরা পোকা খেয়ে বাঁচে। প্রকাশিত: দৈনিক জনকন্ঠ বর্ষ-৪, সংখ্যা-৩১৮ ২৮ অক্টোবর ১৯৯৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।