মহলদার
ছোট্ট সোনামনিরা তোমরা তো টুনটুনি সম্পর্কে অনেক ছড়া জান, গল্পও জান সুন্দর সুন্দর। আচ্ছা তোমরা কি কেউ টুনটুনির বাসা দেখেছ কখনো? চল, আজ তোমাদের টুনটুনির বাসা ও ছানা দেখাব।
টুনটুনি যে গাছে বাসা বাঁধতে সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হল ডুমুর গাছ। এই ছবিটা হল ডুমুর গাছের। এর বড় বড় পাতায় এরা বাসা তৈরী করে।
বাসার উপরের দিকের অন্য পাতাগুলো বাসাটিকে ছাতার মত ঢেকে রাখে। তবে ডুমুর গাছ ছাড়াও বেগুন গাছ, কচু গাছের পাতায় ও আমি এদের বাসা বাঁধতে দেখেছি।
ওরা তুলোর সুতো দিয়ে ডুমুরের পাতা সেলাই করে তার মধ্যে দেখ কি সুন্দর বাসা বানাতে পারে।
দেখ এই বাসাটিতে দুটো ডিম দেখা যাচ্ছে। কি সুন্দর, তাই না? ওরা এমনভাবে বাসা তৈরি করে যে বৃষ্টির পানি বাসার মধ্যে ঢুকতে পারেনা।
দেখ কি সুন্দর ছানা। ও এখনো ওর মা-বাবার মত উড়তে শেখেনি। একটু একটু উড়তে শিখেছে।
আমি যখন ওর কাছে গেলাম ও তখন একটু উড়ে গিয়ে বসল অন্য গাছের ডালে।
ছবিগুলো দেখে কেমন লাগল তোমাদের? আমাদের বাড়ির আশে পাশে কিন্তু কয়েকটা টুনটুনির বাসা হয়েছে।
সেখান থেকে আমি তোমাদের জন্য ছবিগুলো তুলেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।