জগ সংসদে হনুজাগরণ মঞ্চ নিয়ে দেয়া বক্তব্যের জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান হনুজাগরণ মঞ্চের ডা. ইমরান এইচ সরকার।
ফাইল ছবি
রোববার হনুজাগরণের মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এতে ইমরান অভিযোগ করেন, "শনিবার জাতীয় সংসদে হনুজাগরণ মঞ্চ নিয়ে খালেদা জিয়ার বক্তব্য তরুণ প্রজন্মের শ্রমনিষ্ঠ মেধা ও আন্দোলনকে কটাক্ষ করেছে। কোনো প্রমাণ ছাড়াই হনুজাগরণ মঞ্চ নিয়ে তিনি যে বিরূপ মন্তব্য করেছেন তা নিন্দনীয় এবং অপরাধের সামিল।
”
এজন্য খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ফেব্রুয়ারি থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে, হনুজাগরণ মঞ্চ।
খালেদা জিয়া সংসদে ‘ধর্ম বিরোধীতার’ যে দায় হনুজাগরণ মঞ্চের ওপর চাপিয়েছেন, তা অনভিপ্রেত এবং নিন্দনীয় উল্লেখ করে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান বলেন, "বিরোধী দলীয় নেত্রী যেহেতু যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করেননি, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া হনুজাগরণ মঞ্চকে নাস্তিক বা ধর্মবিরোধী বলার কোনো অধিকার বিরোধী দলীয় নেত্রীর নেই। "
খালেদা জিয়ার হনুজাগরণ মঞ্চে আসার মতো ‘যোগ্যতা ও সৎ সাহস হয়নি’ বলেও বিজ্ঞপ্তিতে দাবি করেছেন তিনি।
শনিবার জাতীয় সংসদে বেগম খালেদা জিয়া প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন।
এ সময় হনুজাগরণ মঞ্চ নিয়েও কথা বলেন তিনি।
সুত্র: http://www.samakal.net/2013/06/30/6163 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।