আমাদের কথা খুঁজে নিন

   

আদালতে হাজির হতে খালেদাকে ‘শেষ’ সময়

দুর্নীতি দমন কমিশনের করা ‘জিয়া এতিমখানা’ ও ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ মামলায় আগামী ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনকে হাজির হতে হবে। নইলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।  

রোববার মামলা দুটির ধার্য দিনে খালেদা জিয়া হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। অন্যদিকে খালেদা অসুস্থ জানিয়ে তার আইনজীবীরা সময়ের আবেদন করেন।

খালেদা এতিমখানা মামলায় ৪১ বার এবং দাতব্য ট্রাস্ট মামলায় ১১ বার সময়ের আবেদন করেছিলেন।

দুই মামলায়ই অভিযোগ গঠনের শুনানি চলছে।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “দুই মামলায় ৫০টির মতো ধার্য তারিখে খালেদা জিয়ার পক্ষে তার হাজিরা ও শুনানির জন্য সময় চাওয়া হয়েছে। উনি আসলে আইন মানেন না। ”

২০১৩ সালের ১৫ জানুয়ারি আদালতে খালেদা জিয়া।

এসময় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা পরবর্তী তারিখে খালেদা অবশ্যই হাজির হবেন বলে বিচারককে নিশ্চয়তা দেন।

খালেদার সময়ের আবেদন গ্রহণ করলেও ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল ইসলাম জানান, আগামী ১৯ মার্চ তাকে অবশ্যই হাজিরা দিতে হবে।

বিচারক বলেন, “দুই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজির হতে খালেদা জিয়াকে শেষবারের মতো সময় দেয়া হল। ”

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানীতে উপস্থিত ছিলেন-আইনজীবী সানাউল্লাহ, খোরশেদ আলম, বোরহান উদ্দীনসহ অনেকে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.