বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিরসনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন। বিরোধীদলীয় নেত্রীর হাতে চিঠি পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী। আজ শুক্রবার বিকেলে এ চিঠি খালেদার হাতে পৌঁছে বলে জানা যায়।
তবে চিঠির বিস্তারিত বিষয়বস্তু কি তা জানা যায়নি। জানা যায়, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংহিংসতা পরিহার করে দুই দলকে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হতে পারে এই চিঠিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।