রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। পুতিনের জনপ্রিয়তার ঢল নেমেছিল ক দিন আগের জনসভায়। মনে করা হচ্ছে এবার পুতিনই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু এমন মুহুর্তে তাকে হত্যার চেষ্টা করা হয়। দুজনকে গ্রেফতার করেছে ইউক্রেনের চৌকুষ নিরাপত্তা বাহিনী।
তবে একটু বাকা চোখে পুতিনের ওপর এই ব্যর্থ হত্যা ষড়যন্ত্রের পেছনে কাদের হাত থাকতে পারে বলে মনে করা যেতে পারে। প্রথমত - সম্প্রতি পুতিন স্পষ্টত: সিরিয়া ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সম্পূর্ণ বিরুদ্ধ অবস্থান নিয়েছে। এদিকে মিশরকে হারিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা চাচ্ছে- এবার মধ্যপ্রাচ্যের আরেকটি দেশকে তাদের দরকার ইসরাইলের সহায়তার জন্য তাদের পদলেহী শক্তি হিসেবে। এবং তাদের এবারের টার্গেট সিরিয়া। সিরিয়াকে তারা তাদের করত রাজ্য করতে পারলে একঢিলে দুই পাখি মরবে।
প্রথমত ইসরাইলকে যে সহায়তা করা যাবে আর সবেচেয়ে বড় যে কাজটি তাদের হবে সেটি হচ্ছে - ইরান যেহেতু সিরিয়াকে সমর্থন জানায় সেই সিরিয়াকে হাত করা মানে ইরানের পরোক্ষ একটা পরাজয়। তাছাড়া কৌশলগত ও ভৌগোলিক একটা সুবিধা তো আছেই। এসব কারণে যুক্তরাষ্ট্র ও তাদের মধ্যপ্রাচ্যের সমর্থক শক্তি ইসলাম ও মুসলমানদের শক্র সৌদি আরবসহ আরো কয়েকটি দেশ এ হত্যার ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।