আমাদের কথা খুঁজে নিন

   

পুতিনকে শান্তিতে নোবেল দেওয়ার আহবান

চেচনিয়ায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন, সামান্য সীমানা বিরোধ নিয়ে জর্জিয়ার ওপর পূর্ণ মাত্রায় সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার এবং লিবিয়ায় প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফি যখন তার জনগণকে হত্যা করছিলেন তখন ন্যাটোর নেতৃত্বাধীন পশ্চিমা বিমান হামলার বিরোধিতা ও জাতিসংঘে অভিযোগের 'কৃতিত্ব' তার। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যখন তার নিজ জনগণকে হত্যা করছেন তখনো তাদের কাছে অস্ত্র বিক্রি করে চলেছেন তিনি। এত 'কৃতিত্বের' দাবিদার হওয়া সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির একটি সংগঠন। এএফপি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।