সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে দেশের সাংবাদিকরা সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা প্রতীকী কর্মবিরতি করছে। সাংবাদিকদের চারটি সংগঠনের দেওয়া এই কর্মসূচিতে একাত্ম দেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে সাংবাদিকরা অনশন কর্মসূচি পালন করবে। ওইদিন কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাব চত্বরে অনশন কর্মসূচি পালিত হবে। কর্মসূচি আহ্বানকারী সংগঠনগুলো হলো- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। ১৫ দিনেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার না হওয়ায় সোমবার এ কর্মসূচি পালন করছে সাংবাদিকরা। তবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. মনিরুল ইসলাম রোববার জানিয়েছেন, তারা হত্যাকাণ্ডের কারণ ‘মোটামুটি’ নিশ্চিত হয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনি তা ‘প্রকাশ’ করতে রাজি হননি তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।