আমাদের কথা খুঁজে নিন

   

বিকিনির সাতকাহন (বড়দের জন্য ২১+)।

আমি সাধারণ মানুষ বিকিনির সংজ্ঞা বিকিনির বাংলা হচ্ছে অন্তবাস, বক্ষবন্ধনী, জাইংগা। এটি রোমান শব্দ থেকে এসেছে। তবে আধুনিককালে বিকিনি বলা হয় দুই জোড়া সাতার স্যুটকে, যা শরীরের ন্যুনতম অংশ ঢাকবে। ১ অংশ স্তন এবং ২য় অংশ দুপায়ের সংযোগস্থল এর জায়গা টুকু ঢাকবে। আর একটি অর্থে একে গোসলের পোশাকও বলা যায়।

তবে এখন মহিলারা মূল কাপড়ের ভেতর এটি পরে থাকে। এটি বিচ পোশাক হিসেবে বেশী ব্যাবহার হয়। তবে তা ইউরোপে, আমেরিকায়....। আমাদের বাংলাদেশে কাপড়ের ভেতর এটি পরা হয় সস্তির জন্য (অন্য মানুষের সামনে)। প্রকার ভেদ সধারন, টপলেস, মোনোকিনি, সিকিনি, ট্যানকিনি, চ্যামিকিনি, গ্র্যানি এবং হিকিনি।

এছাড়াও ব্যাবহার অনু্যায়ীঃ বিকিনি টপ, বিকিনি বটম, স্পোর্টস, বিচ ইত্যাদি। দাম ৮০ টাকা থেকে শুরু, তবে তা আমাদের ফুটপাতে। মোটামুটি মানের চাইলে ২০০ - ৩২০ টাকার মধ্যে পাওয়া যাবে। এছাড়া ব্রান্ড চাইলে অনেক দামী পাওয়া যাবে। স্বাস্থ্যগত আসুবিধা স্বাস্থ্যগত দিক দেখতে গেলে, এটি না পরাই ভাল।

কারণ এতে ত্বকের নান সমস্যা হয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।