আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেসের খুটিনাটি

Every emotion have a feelings. But every feelings have no emotion. ব্যাক্তিগত বা প্রফেশনালভাবে ব্লগসাইট বা ওয়েবসাইট তৈরীতে ওয়ার্ডপ্রেসের জুড়ি নেই। ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স প্রযুক্তির ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন।

জানুয়ারী ২০১১ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.০ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। আমি ধীরে ধীরে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করবো। আশা করি যারা ওয়ার্ডপ্রেস শিখতে ইচ্ছুক তাদের বেশ উপকারে আসবে। ওয়ার্ডপ্রেস কি এবং কেন? ওয়ার্ডপ্রেস কিঃ ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স প্রযুক্তির ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব।

ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারী ২০১১ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.০ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। ওয়ার্ডপ্রেস ব্যবহার সুবিধা: সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে থীম, প্লাগইন পাওয়া যায়। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যেকোন তথ্য সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা যায়।

এছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব, সার্চ ইঞ্জিন অফটিমাইজেশেন ইত্যাদি। ওয়ার্ডপ্রেস ডাউনলোড: ওয়ার্ডপ্রেস http://www.wordpress.org/download থেকে ডাউনলোড করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং ইনস্টল করাঃ ওয়ার্ডপ্রেস লোকাল হোষ্টে ইনস্টল করলে ইন্টারনেট ছাড়াও ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কাষ্টমাইজ করা যায়। আমরা লোকাল হোষ্টে এবং হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং ইনস্টল করা দেখবো। লোকাল হোষ্টে ডাউনলোড করা: লোকাল হোষ্টে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হলে এসকিউএল সার্ভার ইনস্টল থাকতে হবে।

এজন্য http://www.apachefriends.org থেকে জাম্প ডাউনলোড করে ইনস্টল করুন। এখন http://www.wordpress.org/download থেকে ডাউনলোড করা ওয়ার্ডপ্রেসের সর্বশেষ সংস্করণ আনজিপ করুন এবং wordpress ফোল্ডারের ভিতরের সকল ফাইলগুলো কপি করে জাম্প ইনস্টল করা ফোল্ডারের ভিতরে থাকা htdocs ফোল্ডারে blog নামে একটি ফোল্ডার তৈরী করুন এবং blog ফোল্ডারের ভিতরে পেষ্ট করুন। লোকাল হোষ্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা: লোকাল হোষ্টে ডাটাবেজ তৈরী করতে ব্রাউজারে গিয়ে http://127.0.0.1/xampp/ বা http://localhost/xampp/ লিখে এন্টার করুন। এবার বাম পাশের প্যানেলে phpMyAdmin এ ক্লিক করুন অথবা সরাসরি ব্রাউজারে http://localhost/phpmyadmin/ ও যেতে পারেন। এখন Create new database এ ডাটাবেজের নাম লিখে Create বাটনে ক্লিক করুন।

সাধারণত লোকাল হোষ্টে ইউজারনেম হিসাবে root এবং পাসওয়ার্ড হিসাবে কিছুই সেট করা থাকে না। তবে পাসওয়ার্ড পরিবর্তন বা সেট করতে চাইলে phpMyAdmin থেকে SQL এ ক্লিক করে কুয়েরিতে নিচের কোড লিখে UPDATE mysql.user SET Password=PASSWORD('password') WHERE User='root'; FLUSH PRIVILEGES; Go বাটনে ক্লিক করুন। তাহলে পাসওয়ার্ড হিসাবে password সেট হবে। এবার ওয়ার্ডপ্রেস ইনষ্টল করতে ব্রাউজারে http://localhost/blog/ এ গিয়ে এন্টার করুন। এখন Create a Configuration File বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠাতে Let’s Go বাটনে ক্লিক করুন।

এবার ডাটাবেজের নাম, ইউজারনেম, পাসওয়ার্ড লিখে Submit বাটনে ক্লিক করুন। এরপরের পৃষ্ঠাতে Run the install বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠাতে ব্লগের নাম, ব্লগের ইউজারনেম, ব্লগের পাসওয়ার্ড, ইমেইল ঠিকানা দিয়ে Install WordPress বাটনে ক্লিক করুন। ব্যাস ইনস্টল শেষ হলে Log In বাটনে ক্লিক করে লগইন করুন। কন্ট্রোল প্যানেল থেকে সয়ংক্রিয়ভাবে হোস্টিং সার্ভারে ডাউনলোড এবং ইনস্টল করা: হোস্টিং সার্ভারে দুইভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা যায়। ১) কন্ট্রোল প্যানেল থেকে ২) ম্যানুয়ালী আপলোড করে।

কন্ট্রোল প্যানেল থেকে ডাউনলোড করতে Software/Service ক্যাটাগরিতে Fantastico De Luxe এর উপরে ক্লিক করুন। এবার বাম পাশের প্যানেল থেকে wordpress এ ক্লিক করুন। এখন ওয়ার্ডপ্রেসের বর্ণনা আসবে এখানে New Installation এ ক্লিক করুন। এবার কোন ডোমেইনে, কোন সাবডোমেইনে ইত্যাদি পূরণ করে Install WordPress বাটনে ক্লিক করুন তাহলে কিছুক্ষণের মধ্যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং সয়ংক্রিয়ভাবে ডাটাবেজ, পাসওয়ার্ড তৈরী হয়ে ইনস্টল হয়ে যাবে। এবার Finish installation বাটনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের লগইনের লিংক, ইউজার এবং পাসওয়ার্ড দেখা যাবে।

ম্যানুয়ালী হোস্টিং সার্ভারে ডাউনলোড এবং ইনস্টল করা: ম্যানুয়ালী আপলোড করতে যেকোন এফটিপি ক্লাইন্ট দিয়ে আপলোড করতে পারেন। এজন্য সবচেয়ে ভাল ফাইলজিলা এফটিপি ক্লাইন্ট। ফাইলজিলা এফটিপি ক্লাইন্ট http://www.filezilla-project.org থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এবার ওয়ার্ডপ্রেসের সর্বশেষ সংস্করণ আনজিপ করা wordpress ফোল্ডারের ভিতরের সকল ফাইলগুলো ওয়েবসার্ভারে আপলোড করুন। ডাটাবেজ তৈরী করতে Database ক্যাটাগরিতে MySQL® Database Wizard এর উপরে ক্লিক করুন।

এবার ওয়ার্ডপ্রেস ইনষ্টল করতে ব্রাউজারে ওয়েবসাইটের ঠিকানা লিখে এন্টার করুন। এখন Create a Configuration File বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠাতে Let’s Go বাটনে ক্লিক করুন। এবার ডাটাবেজের নাম, ইউজারনেম, পাসওয়ার্ড লিখে Submit বাটনে ক্লিক করুন। এরপরের পৃষ্ঠাতে Run the install বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠাতে ব্লগের নাম, ব্লগের ইউজারনেম, ব্লগের পাসওয়ার্ড, ইমেইল ঠিকানা দিয়ে Install WordPress বাটনে ক্লিক করুন। ব্যাস ইনস্টল শেষ হলে Log In বাটনে ক্লিক করে লগইন করুন।

ওয়ার্ডপ্রেসের ব্লগে ছবি সাজান ‘ফেন্সি গ্যালারী’ দ্বারা ওয়ার্ডপ্রেস দ্বারা ব্লগ সাইট বানিয়েছে তাদের বিভিন্ন প্রয়োজনে ব্লগে ছবি পোষ্ট করতে হয়। এক বা একাধিক, ছোট বা বড় ছবিগুলো যদি jQuery দ্বারা প্রকাশ করা যেত তাহলে কেমন হতো! ব্লগের ছবিগুলো আরো আকর্ষণীয় করে প্রকাশ করতে পারেন। ছবির গ্যালারী প্রকাশের দারুন একটি প্লাগইন হচ্ছে ‘ফেন্সি গ্যালারী’। প্লাগইনটি Click This Link থেকে ডাউনলোড করা যাবে। সম্প্রতি প্লাগইনটিতে বাংলা ভাষা যুক্ত করা হয়েছে।

ফলে ওয়ার্ডপ্রেসে বাংলা ভাষা যুক্ত করা থাকলে ফেন্সি গ্যালারীর সেটিংস বাংলাতে দেখা যাবে। প্লাগইনটি ইনস্টল করে এডমিন প্যানেল থেকে Settings>Fancy Gallery এ ক্লিক করে ইচ্ছামত পরিবর্তন করে নিতে পারেন। আর উদাহরণ দেখতে পারবেন http://www.fancybox.net সাইট থেকে। এবার যে পোষ্টে ছবি যুক্ত চান সেই পোষ্টে Upload/Insert এর Add an Image বাটনে ক্লিক করে ছবি আপলোড করে (বা অনলাইনের ছবি এনে) Save All Change বাটনে ক্লিক করুন। এখন Gallery Settings এ প্রয়োজনীয় পরিবর্তন করে Insert Gallery বাটনে ক্লিক করুন তাহলে পোষ্টে শর্টকোড আসবে।

এখন পোষ্টটি প্রকাশ করে দেখুন আপনার ছবি গ্যালারীটা কেমন হলো। তথ্যসূত্রঃ মেহেদী আকরাম, সমকাল দর্পণ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.