দ্য কাপালিক ইজ ব্যাক
প্রায় বছর খানেক হলো ব্লগিং করছি ওয়ার্ডপ্রেসে। এতদিন খুবই সন্তুষ্ট ছিলাম এর সার্ভিসে। চমৎকার সব ফিচার দেয়া আছে বিল্ট-ইন। ব্লগিং সমন্ধে কোন ধারনা না থাকলেও ওয়ার্ডপ্রেস ব্যাবহার করতে কোনই অসুবিধা হওয়ার কথা না যে কারো। কিন্তু সমস্যায় পড়লাম যখন দেখলাম এখানে স্বাধীনতা বলতে কোন শব্দ রাখা হয় নাই।
প্রথম যখন গুগলের এনালাইটিক সার্ভিসটা দেখি, ভাবলাম এটা আমার ব্লগে যোগ করতে হবে। ওয়ার্ডপ্রেসে গিয়ে দেখি, এই ধরনের কোন কাস্টমাইজেশনই সেখানে সম্ভব না! বিল্ট-ইন যেসব ফিচার দেয়া আছে তা ছাড়া থার্ড পার্টি কোন সুবিধাই যোগ করা সম্ভব না। তারপরেও ওয়ার্ডপ্রেসই ব্যবহার করি এর চমৎকার ফিচারগুলোর জন্য।
কয়েকদিন আগে একটা পোস্ট দেখি - মিলিয়ন ডলার ব্লগিং। ব্লগ লিখে নাকি মিলিয়ন ডলার আয় করা যায়! পোষ্টটা পড়ে ভাবলাম দেখা যাক একটা চেষ্টা করে।
মিলিয়ন ডলার না হয় বাদ দিলাম, কিছু ফুটা পয়সা ইনকাম করা গেলেও মন্দ কি? নতুন একটা ব্লগ খোলার চিন্তা করে ওয়ার্ডপ্রেসে গিয়ে ফের ধাক্কা। এরা পয়সা কামানোর কোন ধান্দাই সহ্য করে না!
অগত্যা সরনাপন্ন হতে হলো ব্লগারের। এখানে বিস্তর স্বাধীনতা। যা খুশি করো কোন অসুবিধা নাই। কিন্তু সমস্যা হলো, বিল্টইন ফিচার বলতে কিছুই নাই।
এমনকি ব্লগে কেউ আজোবধি এসে উকি দিল কিনা, সেটাও জানার কোন বুদ্ধি নাই। যা কিছু দরকার, টেম্পলেট কাস্টমাইজ করো। ভরসা হলো, অগনিত সাইট আছে শুধু ব্লগারের ব্লগারদের সাহায্য করার জন্য।
অনেক কষ্টের পর নতুন ব্লগ গেইনিং আইডিয়াস এর মোটামুটি গ্রেড ভিম দাড়া করাইছি। সাবজেক্ট হইলো অনলাইনে কেমনে পয়সা কামান যায়।
দেখা যাক, এই বার আমার নিজের পয়সা কামানোর কি হয়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।