আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেসের পোষ্টে কিভাবে HTML টেবিল বসাবেন?

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন। পূর্বপ্রকাশ: ওয়ার্ডপ্রেসের পোষ্টে কিভাবে HTML টেবিল বসাবেন? ব্লগ পোষ্ট কিংবা পেজে টেবিলের ব্যবহার এলোমেলো লেখাকে / পরিসংখ্যানকে পরিপাটি করে এবং পোষ্টকে দৃষ্টিনন্দন করতে সাহায্য করে। আমি যেহেতু টুকটাক কোডিং জানি, তাই আমার জন্য ওয়ার্ডপ্রেসের পোস্টে টেবিল বসানো কোনো ব্যাপার নয়। কিন্তু যারা কোডিং জানেন না, তাদের পক্ষে কোডিং শিখে তারপর তা ব্লগে বসানো কঠিন কাজ মনে হতে পারে। তাই আজকে তিনটি প্লাগইনের কথা আপনাদের জানাচ্ছি, এগুলো দিয়ে খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের পোস্টে কিংবা পেজে টেবিল বসাতে পারবেন।

Easy Table Creator By PolyVision This plugin uses the text editor (TinyMCE) to help create your table, no coding necessary! Click a button, and a popup screen will allow you to create table headers, table rows, and table footers. When you are finished, the plugin will then insert the table into your blog post. It uses the jQuery table sorter plugin to nicely format the table and make things sortable. সুবিধা: ১. সাদামাটা স্ক্রিন, ব্যবহার সুবিধা ২. পোষ্ট কিংবা পেজের মধ্যে থাকা অবস্থায় টেবিল বানানো যায় ৩. sort করার সুবিধা ৪. প্লাগইনটি মুছে ফেললেও টেবিলগুলো দেখা যাবে। অসুবিধা: ১. ডেটা ইমপোর্টের সুবিধা নেই। তাই বড় টেবিল বানাতে গেলে কষ্ট করে ডেটা বসাতে হবে। WP-Table This plugin creates and manages tables for wordpress. So you can post i.e. sport results in a fixed table format. You don’t need to enter tables anymore in the plain text mode and the WYSIWYG editor didn’t damage the table layout. The table layout can be changed via a css file and you can import a csv file as table. সুবিধা: ১. ডেটা ইমপোর্টের সুবিধা আছে। অসুবিধা: ১. পোষ্ট থেকে বের হয়ে ড্যাসবোর্ড থেকে টেবিল বানাতে হবে এবং শর্টকোড কপি করে পোষ্টে বসাতে হবে।

২. sorting সুবিধা নেই। ৩. প্লাগইনটি মুছে ফেললে টেবিল কাজ করবে না। WP-Table Reloaded This plugin enables you to create and manage tables in your WP’s admin area. No HTML knowledge is needed. A comfortable backend allows to easily edit table data. Tables can contain any type of data and additional JavaScript libraries can be used to extend it with features like sorting, pagination, filtering, and more. You can include the tables into your posts, on your pages or in text widgets by using a shortcode or a template tag function. Tables can be imported and exported from/to CSV, XML and HTML. সুবিধা: ১. CSV, XML & HTML ফাইল থেকে ডেটা ইমপোর্ট / এক্সপোর্টের সুবিধা আছে। ২. sorting, pagination, filtering এর সুবিধা আছে। অসুবিধা: ১. পোষ্ট থেকে বের হয়ে ড্যাসবোর্ড থেকে টেবিল বানাতে হবে এবং শর্টকোড কপি করে পোষ্টে বসাতে হবে।

২. প্লাগইনটি মুছে ফেললে টেবিল কাজ করবে না। যদিও প্রথম প্লাগইন Easy Table Creator By PolyVision টিতে অন্য প্লাগইনের তুলনায় সুবিধা কম, কিন্তু ব্যবহারের সুবিধার কারনে আমি এই প্লাগইনটিকে বেছে নেবো। আপনারাও প্লাগইনগুলো ব্যবহার করে মূল্যবান সময় বাঁচাতে পারবেন। ---------------------------------------------------------------------------- আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্যক্তিগত ব্লগে আসা সম্ভব হয় না? তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।

আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে। সর্বশেষ হিসেবমতে, ৮৩০ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন। ---------------------------------------------------------- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.