" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় "
পৃথিবীর প্রায় ৮০টি দেশে বিপিএল সরাসরি পৌঁছে গেছে ... ভারত সহ !!
শ্রীলংকা আইপিএল এর আদলে নিজেদের একটা টিটুয়েন্টি লীগ করতে চেয়েছিল । কিন্তু ভারতীয় বোর্ড এর বিশ্বাসঘাতকতায় তা পন্ড হয়ে যায়। ভারত তাদের প্লেয়ার দিবে বলেও শেষ মুহূর্তে জানিয়ে দেয় কোন ভারতীয়কে এই লীগ এ খেলতে দেয়া হবে না। শ্রীলংকান বোর্ড বুঝতে পারে ভারতীয় প্লেয়ার না থাকা মানে টিটুয়েন্টি লীগটির জন্য ভাল ব্রডকাস্টার জুটবে না। যার ফলে ব্যাপক ভাবে ক্ষতির মুখে পরবে বোর্ড।
তাদের টার্গেট ছিল ভারতের বিশাল টিভি বাজার।
এখন দেখি আমরা বিপিএল এর সফলতা। বিপিএল এ কিন্তু ভারতীয় প্লেয়ার খেলছে না। কিন্তু আমাদের নিজেদের আছে ক্রিকেট পাগল বিশাল জনগন। এর উপর ব্রডকাস্টিং রাইট কিনেছে দেশী টিভি তাও অনেক দামে ।
এরপর আমরা ভাবতে থাকি বিদেশের মানুষ কি করে দেখবে ...ধীরে ধীরে বিদেশী চ্যানেল চড়া দামে চ্যানেল নাইন এর কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনতে শুরু করে। প্রথমেই আসে ইএসপিএন স্টারস্পোর্টস, এর পর আসে পাকিস্তান এর জিও স্পোর্টস, শ্রীলঙ্কায় সরাসরি সম্প্রচার স্বত্ব পেয়েছে মহারাজা টিভি , দক্ষিন আফ্রিকায় সম্প্রচার করছে সুপার স্পোরটস , আর মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়াতে সরাসরি দেখাচ্ছে ক্রিকওয়ান।
এভাবে পৃথিবীর প্রায় ৮০টি দেশে বিপিএল সরাসরি পৌঁছে গেছে ... ভারত সহ !!
বাংলাদেশ এর কাছ থেকে শ্রীলঙ্কার কিছু শিখা উচিৎ ভারত এর উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ানো উচিৎ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।