আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ থেকে ওডেস্কের টাকা তোলার সহজ এবং কম ব্যয়বহুল উপায় কী? + ওডেস্কে নতুনদের জন্য একখানা টিপস।

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম আমার ওডেস্কের প্রোফাইল ১ বছর আগে করা হলেও গত সপ্তাহেই প্রথম কোন কাজ পাই এবং তা যথাযথভাবে সম্পন্ন করার পর ব্যালেন্সে দেখা পেলাম ডলারের। কিন্তু সেই ডলার কিভাবে টাকাতে রূপান্তরিত করে পকেটে নেবো তা জানা নাই। ওখানে সাজেশনে দেখলাম ব্যংকের মাধ্যমে তুলতে বলছে। এছাড়াও মাস্টার কার্ড, ভিসা কার্ড ইত্যাদি অনেক কিছুই আছে। এসব সম্বন্ধে কোনই অভিজ্ঞতা আমার নেই।

তাই যারা ইতোপূর্বে ওডেস্কে কাজ করে টাকা তুলেছেন তাদের কাছ থেকে উপায় জানতে চাচ্ছি। উল্লেখ্য, বাংলাদেশের বাইরে আমার কেউ নেই তাই কারো সাহায্য নিতে পারবো না। কোন ব্যাংকে আমার এ্যাকাউন্টও নেই, তবে সেটা করে নেওয়া যাবে। কোন কার্ড ব্যবহার করতে হলে কী করতে হবে সেক্ষেত্রে ডিটেইলস লিখলে উপকৃত হবো। অগ্রীম ধন্যবাদ।

ওডেস্কে যারা নতুন তাদের জন্য টিপস: ১ বছরের ওডেস্কে প্রোফাইলে মাত্র ১ টি চেঞ্জ নিয়ে এসে ৩ দিনের মধ্যে প্রথম কাজের অফার পেলাম । আর সেই মোক্ষম অস্ত্রটি কিছুই নয় শুধুই পোর্টফলিওতে আমার করা কাজ গুলো ছবিসহ অল্প বর্ণনা যোগ করা। যাই হোক, যারা এটি করেও সফলতা পান নি, তাদের বলবো নিজের বর্ণনা আরও ভালোও করা যায় কিনা দেখুন, আপনার দক্ষতার বিষয়গুলোর যে টেস্টগুলো আছে সেগুলো দিন ইত্যাদি ইত্যাদি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.