২৮ মার্চ, ২০১৩:
# বিয়াল্লিশ বছরের জঞ্জাল অপসারণের দাবীতে শহীদ রুমী স্কোয়াডের সমমনা, সমবয়সী তরুণরা অভূক্ত জেনেও সকাল-বিকাল ভাত খেতে যাচ্ছি। সাম্প্রতিককালে দেশপ্রেমের সবচেয়ে বড় নজির যারা স্থাপন করে দেখালো, অনলাইনে তাদের নিয়ে নষ্ট রাজনীতির খেলা দেখেও চুপ করে থাকা আমি একটু পরে অফলাইনে বাংলাদেশ-শ্রীলংকার খেলা দেখতে বসে যাব। কেউ জানেনা, চোখ-কান বন্ধ করে, আঙুলে কস্টটেপ পেঁচিয়ে আমি বড় সুখে আছি!
২৭ মার্চ, ২০১৩:
# বড় মুসিবতে আছি। কিছুদিন পর পর স্যান্ডেল খোয়া যাচ্ছে আমার। গত দুই-তিন বছরে গোটা দশেক স্যান্ডেল খোয়া গেছে রুমের সামনে থেকে।
একটা করে নতুন স্যান্ডেল কিনি, আর সপ্তাহ খানেক পর থেকে দেখি আমার স্যান্ডেল আশে পাশের রুম গুলোর সামনে শোভা পাচ্ছে। নিয়ে আসি। আবার কিছুক্ষণ পর হাওয়া হয়ে যায়। দেখা গেলো ঘন্টা খানেক পর আরেক রুমের সামনে আবিষ্কার করি। এভাবে মাসখানেক যেতে না যেতে একদিন আবিষ্কার করি, স্যান্ডেল ভ্যানিশ! একদিন-দু'দিন অপেক্ষা করে বেওয়ারিশ থাকার পর বুঝে যাই বেঁচারি আমাকে পার্মানেন্টলি ত্যাগ করেছে।
যে জুতাটার ভাগ্য তুলনামূলক ভালো থাকে সেটাতে কয়েক মাস অন্যদের সাথে আমার পায়ের স্পর্শ দেওয়ার সৌভাগ্য হয়। গত মাসের সদ্য কেনাটাও গত দু'দিন ধরে নিখোঁজ। থানায় একটা জিডি করে আরেকটা অতিথিকে আশেপাশের মানুষের ব্যবহারের জন্য কিনবো, হরতালের জন্য সে উপায়ও নেই!
রুমে খুব হতাশা নিয়ে জুনিয়র ভাইকে বলছিলাম স্যান্ডেল ভাগ্যের কথা। ও বলল, 'ভাই, এতো নেগেটিভলি নেন ক্যান? দ্যাখেন, আমাদের কারো টা খোয়া যায় না, যায় আপনারটা। এর মোরাল কী? মোরাল হলো, আপনার পছন্দ খুব ভালো।
সবাই পছন্দ করে বলেই তো ভদ্রতা করে না বলেই নিয়ে যায়। যা গেছে তো গেছে, এখন এটা ভেবে খুশি হন'। বললাম, 'বাহ, সমাধান বাতলে দিলি তো! ব্যাটা কাল সন্ধ্যায় আমার সাথে যাবি, তোর পছন্দে এবার স্যান্ডেল কিনবো। '
# খুব গর্বের সাথে বলি, অনেক আগে থেকেই আমি লিভারপুলের পাড় সমর্থক। আজ দেখলাম শত শত ইউরোপিয়ান ফুটবল ক্লাবের ভীড়ে শুধুমাত্র লিভারপুলের অফিসিয়াল সাইট থেকেই বাংলায় লিখে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
You'll never walk alone... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।