বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
দুই মাথাওয়ালা এই কচ্ছপ প্রকৃতির এক বিরাট রহস্যই বলা চলে। গত ২৩ ফেব্রুয়ারি ২০১২, ইউক্রেনের রাজধানী কিয়েভের বিজ্ঞান ইতিহাস জাদুঘরের প্রদর্শনীতে এটি দেখানো হয়।
পাঁচ বছর বয়সী দুই মাথাওয়ালা এই স্ত্রী কচ্ছপটির দুটি মাথা ছাড়াও দুইটি হৃদপিণ্ড ও ছয়টি পা রয়েছে। এই দুইটি মাথা একটু ভিন্ন প্রকৃতির এমনকি এদের খাবারের স্বভাবও ভিন্ন। বামদিকের মাথাটা বেশী সক্রিয় এবং সবুজ সবজি পছন্দ করে আর ডানদিকেরটা উজ্জ্বল ও রঙিন খাবার যেমন গাজর পছন্দ করে।
এটি একটি মধ্য এশিয়ান কচ্ছপ Central Asian tortoise (Agrionemys horsfieldii) প্রজাতির সরীসৃপ জাতীয় প্রাণী। পোষা প্রাণী হিসাবে এই প্রজাতির কচ্ছপ ইউরোপ, আমেরিকা সহ সারা পৃথিবীতে খুব জনপ্রিয়। আমেরিকার প্রকৃতিবিদ থমাস হর্সফিল্ড এর নাম অনুসারে একে হর্সফিল্ড কচ্ছপ ও বলা হয়। রাশিয়াতে এদের খুব বেশী পরিমাণে পাওয়া যায় বলে রাশিয়ান কচ্ছপও বলা হয়ে থাকে।
ক্রোমোসমের মধ্যে জিন মিউটেশনের জটিল প্রক্রিয়ার ফলেই এই ধরনের অস্বাভাবিক প্রাণীর জন্ম হয়।
যদিও এটা খুব কদাচিৎ দেখা যায় এবং এই অস্বাভাবিক প্রাণীরা প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিকভাবে টিকে থাকতে পারে না।
প্রাণিজগতের মজার মজার বিষয় নিয়ে ফেইসবুক পেইজ প্রাণিজগতের অজানা রহস্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।