.... যদি হয়, হবে একা একা ...
ছুডুকালে জীববিদ্যা বইতে পড়ছিলাম ____ মেরুদণ্ড দিয়া প্রাণিজগতের সবগুলানরে ২ ভাগে ফেলা যায় ; মেরুদণ্ডি আর অমেরুদণ্ডি ।
অখ্খনে দ্যাখলাম, না, এইডা ঠিক না ;
মেরুদণ্ডি
অর্ধ-মেরুদণ্ডি (আধা মেরুদণ্ডি)
অমেরুদণ্ডি
এইরকম তিনডা শ্রেণি আছে।
(শিক্ষা জাতির মেরুদণ্ড ; যে জাতির মইধ্যে শিক্ষিতের হার টাইনা-টুইনা ৫০% ... তারা অর্ধ-মেরুদণ্ডি ; যেমন : আমরা, মাইনে কাঙালি বা বাঙালি জাতি ... খোঁজ করলে আরও পাওন যাইবো ... )
নিজের ইচ্ছামতো উদাহরণ দিন ...
(বি.দ্র. এই পুস্টটা পুস্টাইলাম আমার বন্ধু " আহমেদ বেলাল " এর প্ররোচনায় ... যিনি বিশিষ্ট চিন্তাবিদ... মিলের মইধ্যে অমিল বিশেষজ্ঞ ; নাটোরের বিশিষ্ট অর্ধ-মেরুদণ্ডি বইলা নিজেরে ঘোষণা দিছেন ....
আহমেদ বেলাল
সেল নং : ০১৭১৬ ৪৩ ৯১ ৮৪)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।