কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।
"অনেকেরই ধারণা, কিছু নেশা আছে- যা ধরলে আর ছাড়া যায় না। যেমন- হেরোইন, মরফিন বা উত্তেজক নেশাদ্রব্য কোকেন ইত্যাদি। এমনও বলতে শোনা যায়, এসব নেশা একবারও যদি কেউ গ্রহণ করে, তাহলে আর রক্ষা নেই- চিরদিনের জন্য নেশার দাসত্ব করে যেতে হবে। এগুলোর মধ্যে হেরোইনকে নেশার রাজা হিসেবে ধরা হয়।
বাদামি ও সাদা রঙের হেরোইন নেশা জগতে বিশেষভাবে পরিচিত। হেরোইন এমন এক মাদকদ্রব্য, যার আসক্তি ডেকে আনে ভয়াবহ পরিণাম। গবেষণায় দেখা গেছে, নিজের চেষ্টাতেই হেরোইনের আসক্তি থেকে মুক্ত হয়েছেন অনেকে। আবার বারবার চিকিৎসা নিয়েও নেশামুক্ত থাকতে ব্যর্থ হয়েছেন এমন সংখ্যাও কম নয়। তবে হেরোইনের আসক্তি ঠেকাতে বিজ্ঞানীদের গবেষণাও থেমে নেই।
সম্প্রতি মেক্সিকোর একদল গবেষক নতুন একটি টিকা তৈরি করেছেন, যা হেরোইনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। গবেষকদের দাবি, হেরোইন আসক্তি থেকে মুক্তি পেতে এই টিকা বিশেষভাবে কাজ করবে। দেশটির জাতীয় মনোচিকিৎসা ইনস্টিটিউটের গবেষকরা এই টিকা নিয়ে কাজ করছেন। তাঁরা বলেছেন, ইতিমধ্যেই ইঁদুরের ওপর ভ্যাকসিনটির সফল পরীক্ষা চালানো হয়েছে। এখন মানবদেহের ওপর পরীক্ষার জন্য তা প্রস্তুত করা হচ্ছে।
"
আরো বিস্তারিত
এত দূরে না গিয়া আগে সিগারেট এর আসক্তি দূর করার ভ্যাকসিন আবিষ্কার করা দরকার। এমন সিস্টেম করা দরকার যেন সিগারেট খাওয়ার সাথে সাথে মুখ দিয়ে রক্ত বাইর হয়ে আসে! সিগারেটই সব মাদকাসক্তির সূচনা করে। সিগারেট একটি মাদক এই বাক্যটা সবার মনে গেথে দেয়া উচিত।
শুভকামনা রইল হেরোইন প্রতিশেধক এই ভ্যাকসিনের প্রতি। সকল প্রকার মাদক কে না বলুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।