আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট আসক্তি = মাদকাসক্তি

উন্মাদ বালক বইলাই কিন্তু আমি পুরা উন্মাদ না, সামান্য কয়টা তার ছিড়া... ইন্টারনেটে আসক্তদের মস্তিষ্ক কোকেনসেবীদের মস্তিষ্কের মতো একই ভাবে আক্রান্ত হয়। ব্রিটেনের গবেষকরা সম্প্রতি এক গবেষণার পর এমন কথা জানিয়েছেন। গবেষণায় জানা গেছে, কোকেনের মতো মাদকে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না। তাদের আচরণে অনেক অসংলগ্নতা তৈরি হয়। আর ইন্টারনেটে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কও একই ভাবে আক্রান্ত হয়ে থাকে।

ফলে তারাও মাদকসেবীদের মতো অসংলগ্ন আচরণ করে। গবেষণায় দেখা গেছে, যারা ইন্টারনেটে আসক্ত তাদের বেশির ভাগই মূলত এতে নানা ধরনের গেম খেলায় অভ্যস্ত। ইন্টারনেটে গেম খেলার সময় তারা খাবার-দাবার এমনকি কোনো পানীয় গ্রহণ থেকেও বিরত থাকে। সেদিকে তাদের কোনো মনোযোগ বা আগ্রহ থাকে না। এভাবে দিনের পর দিন চলতে থাকলে মস্তিষ্কের কিছু কিছু অঞ্চল তাদের স্বাভাবিক কাজের ক্ষমতা হারাতে থাকে।

মাদকে আসক্ত ব্যক্তিদের ক্ষেত্রে মাদক ব্যক্তির স্নায়বিক কাঠামো ও মস্তিষ্ককে দুর্বল করে ফেলতে থাকে, ফলে একই ধরনের প্রভাব পড়ে। ইমপেরিয়াল কলেজ, লন্ডনের কনসালট্যান্ট মনোবিদ হেনরিয়েটা বাউডেন জোনস জানিয়েছেন, মাদকাসক্ত ব্যক্তিদের মস্তিষ্কের কিছু কিছু অংশ ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে এ ধরনের ব্যক্তিদের আচরণগত কিছু সমস্যা দেখা দেয়। তারা খাওয়া-দাওয়া বা সামাজিকতার মতো ব্যাপারে অমনোযোগী হয়ে পড়ে। স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে যোগাযোগ বা আচরণ করতে পারে না।

যারা ইন্টারনেটে, বিশেষ করে গেম খেলায় অতিরিক্ত আসক্ত, তাদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। বিভিন্ন সময় দেখা যায়, তারা ওই গেমের বাইরে আর কোনো কিছুকেই গুরুত্বপূর্ণ মনে করতে পারে না। গেমের বাইরের বাস্তব জগৎকে তাদের কাছে তুচ্ছ মনে হয়। দেখা যায়, এমন ব্যক্তিরা স্কুল-কলেজ বা অফিস-আদালত বাদ দিতে শুরু করে। সামাজিক ও পারিবারিক সম্পর্কও তারা আর রক্ষা করে চলতে পারে না।

এমন সময় অনেক ক্ষেত্রেই তাদের অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক নানা ক্ষতির সম্মুখীন হতে হয়। অনেকের ক্ষেত্রে বিবাহ-বিচ্ছেদও ঘটে। গবেষকরা বলছেন, এ ধরনের আসক্তি মানুষের মস্তিষ্কের মনোযোগ, আবেগীয় প্রক্রিয়া মেনে চলা, আবেগের নিয়ন্ত্রণ ও সর্বোপরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মতো বিষয়কে বাধাগ্রস্ত করে। তাই বিশেষ করে শিশু-কিশোরদের ক্ষেত্রে তাদের অভিভাবকদের পর্যবেক্ষণ আরো বাড়ানো উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.