Digital Bangladesh Warriors - fb.com/openbd
ডাঃ ছাগু রহমানের গেবেষনা লব্ধ উন্নত জাতের ছাগলের কিছু বৈশিষ্ট।
তিনি প্রথমেই বলেন কালো ছাগলের বৃদ্ধির হার বাংলাদেশে সবচেয়ে বেশী৷ ছাগল বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ পশুসম্পদ । দেশে ও বিদেশে বাংলার ছাগলের বিপুল চাহিদা আছে।
ডাঃ ছাগু রহমান তার গবেষনায় ছাগলের নিন্মনিখিত গুনাগুনের উপর অধিক জোর দেন।
ভালো ছাগলের বৈবিষ্টঃ পাঠাঁর ক্ষেত্রেঃ * পাঠাঁর বয়স অল্প হতে হবে, অন্ডকোষের আকার বড় এবং সুগঠিত হতে হবে।
* পিছনের পা সুঠাম ও শক্তিশালী হতে হবে।
* পাঠাঁর মা, দাদী বা নানীর বিস্তারিত তথ্যাদি ( প্রতিবারে একটির বেশি বাচ্চা হতো কীনা ইত্যাদি গুণাবলী) সন্তোষজনক বিবেচিত হলেই ক্রয়ের ব্যবস্থা নেয়া যেতে পারে।
ভালো ছাগলের গুনাবলীঃ• প্রতিটি ছাগী দুই বৎসরে অন্ততঃ তিনবার বাচ্চা দেয় এবং প্রতি বিয়ানে দুই বা অধিক বাচ্চা প্রসব করে৷
• ক্রয় করার সময় মাদি ছাগলের বয়স বেশী হওয়া উচিত নয়৷
• প্রজনন ক্ষম পাঁঠার বয়স মাঝারি হওয়া ভালো৷
• নির্ধারিত বয়স অতিক্রম করার পর পাঁঠাকে প্রজননের কাজে ব্যবহার না করাই ভাল৷
• মাঝারি বয়সের পাঁঠাকে বছরে ২০ - ৩০ বারের বেশী পাল দেওয়ানো উচিত হবে না৷
• এরপর অল্প বয়সে বছরে ৫০ - ৬০ টির বেশী পাল দিতে দেওয়া উচিত হবে না৷
• পাঁঠাকে কখনই দিনে একবারের বেশী ব্যবহার করা চলবে না৷ সাধারণতঃ সপ্তাহে এক বা দুইবার ব্যবহার করা চলতে পারে৷
• খাসীকরণ সময় - অল্প বয়সে৷
• প্রতিটি পূর্ণবয়স্ক ছাগলের জন্য ১০ বর্গফুট জায়গা প্রয়োজন।
ছাগল ক্রয়ঃ সাধারণত যমুনা ও ব্রহ্মপুত্রের চর অঞ্চল, ময়মনসিংহের ত্রিশাল, পটুয়াখালীর কলাপাড়া, বগুড়ার ধুনট, ফরিদপুর, মেহেরপুর এ ছাড়াও সারাদেশেই উন্নতমানের বাংলা ছাগল পাওয়া যায়। এসব স্থান থেকে ব্যক্তিগতভাবে পরীক্ষা নিরীক্ষা করে ছাগল ক্রয় করা যেতে পারে।
উল্লেখ্যঃ সুস্থ ছাগল দলবদ্ধভাবে চলাফেরা করে, মাথা সবসময় উঁচু থাকে, নাসারন্ধ থাকবে পরিষ্কার, চামড়া নরম, পশম মসৃন ও চকচকে দেখাবে এবং পায়ু অঞ্চল থাকবে পরিচ্ছন্ন।
তথ্যসূত্রঃ ব্লাক বেঙ্গল গট নামে দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন কর্মসূচি দিয়ে ৫ বছর মেয়াদি প্রকল্পটির যাত্রা শুরু হয় ২০০৩-০৪ অর্থবছরে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫২ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা। ২০০২ সালের ২৭ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।