আল জাজিরা ইংলিশ বিশ্বসেরা টেলিভিশন সংবাদ চ্যানেলের মর্যাদা পেল। কাতারভিত্তিক ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশনকারী এ টিভি চ্যানেলটি ২০১১ সালের জন্য বিশ্বসেরা নির্বাচন করেছে রয়েল টেলিভিশন সোসাইটি।
সংস্থাটি বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী প্রতিবেদন পরিবেশনের জন্য প্রতিবছর বিশ্বের সেরা চ্যানেলকে মর্যাদাপূর্ণ ‘রয়্যাল টেলিভিশন সোসাইটি অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে। বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি বোর্ড এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে। এ বছর এই সম্মাননা ঝুলিতে পুরলো আল জাজিরা ইংলিশ।
আর এ অ্যাওয়ার্ড অর্জনের পথে বিবিসি ও স্কাই নিউজের মতো নামকরা আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন চ্যানেলকে পেছনে ফেলেছে আল জাজিরা। ২০১১ সালে ‘আরব-বসন্ত’ নামে আধুনিক বিশ্বের ইতিহাসে যুগান্তকারী বৈপ্লবিক রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাপ্রবাহের অসাধারণ কাভারেজ দেয়ায় এরই মধ্যে চ্যানেলটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পেয়েছে। এছাড়া কায়রোর তাহরির স্কোয়ারে আরব বসন্তের সবচেয়ে চিত্তাকর্ষক ঘটনাপ্রবাহের ওপর চ্যানেলটির কাভারেজ বিশ্বের কোটি কোটি উত্সুক সংবাদশ্রোতা এবং দর্শকের মনোযোগ কাড়ে। এর পাশাপাশি চ্যানেলটি লিবিয়ার গৃহযুদ্ধের ওপরও সবার আগে সবচেয়ে বেশি সংবাদ সরবরাহের কৃতিত্ব দেখিয়েছে। লিবিয়ার নেতা গাদ্দাফির ধরা পড়া ও নিহত হওয়ার খবর ও ছবি সবার আগে বিশ্ববাসীকে আল জাজিরাই দিয়েছিল।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।