তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা। নৈশব্দের আলোকচ্ছটায় ঘুম ভাঙলো আজ, আগামীকালও ভাঙবে, হয়তোবা পরশুও- তারপর দিনকে দিন চলতেই থাকবে ..... সশব্দের বাঁক ঘুরে এসেছি ইদানীং। এইতো সেদিন, যখন কোলাহলপূর্ণ বন্ধুতায় জড়িয়েছিল পূর্ণিমা! ঘোর অমাবস্যায়ও যখন ভূতুড়ে গল্পে মেতেছিলাম আমরা, জলকণার মুখরতায় যখন কাপে ঠোঁট ছুঁয়েছিল, কারোর বা ছুঁয়েছিল পোড়া ফিল্টার! সেদিনের বাঁক শেষে এখন অখণ্ড নীরবতা ..... এখন এখানে নিষেধাজ্ঞার ছাদ- যা ঢেকে রাখে স্বপ্নীল আকাশের বুকে তারার আনাগোণা, যা আড়াল করে গিটারে তোলা সদ্য সুরের মূর্ছনা ...........! এখন এখানে বন্ধুত্বের উপর কারফিউ জারি; ভালোবাসার উপর জারি ১৪৪ ধারা! নৈশব্দের আলোকচ্ছটায় ঘুম ভাঙলো আজ- ধূলোর নৈবেদ্য নিয়ে হাজির হল বর্তমান ! একরাশ বিরক্তির বোঝা টেনে আবার আমরা শুরু করবো- ধূলোর সাথে বসবাস। আজ, আগামীকাল, পরশু, হয়তোবা প্রতিনিয়তই ...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।