আমাদের কথা খুঁজে নিন

   

ধূলোর অভিমান বুকে জড়িয়ে

ধূলোর অভিমান বুকে জড়িয়ে এখানে ধূলো উড়ছে,শীতের সকালের মতো কুয়াশার মতো গাঢ় ধূলো উড়ছে। বুকের গভীরে তবু প্রেম জাগে নক্ষত্রের মতো পতনের অবিনাশী নিয়তি জেনেও ছায়ার বিলীনতা নিয়ে এখানে সন্ধ্যা নামে...নিবিঢ় সন্ধ্যা শহুরে পাখির দল ঘরে ফেরে শরীর ভরা ক্লান্তি নিয়ে আমিও ফিরি, ফিরে যেতে হয় খেয়ালের অমোঘ টানে কেউ নেই জানি,জানি তুমিও গুটিয়ে নিয়েছ হাত শুধু নক্ষত্রের নাগরিক নামে ডাকা হলে - চোখে ঢেকে যায় শুধু;ধূলোর অভিমান আর ছায়ায় বিলীন গাঢ় সন্ধ্যায়....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।