আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। ধূলোর আস্তিন
কিছু ধূলো জমা পড়েছে শান বাঁধানো ঘাটে
কিছু বিছানার চাদরে কিছুবা জানালার গরাদে
কিছু ধূলো জমেছে উঠানে কিছু গোলাপ বনে
কিছু জমেছে নৈঃশব্দে
মানব জমিনে।
ধূলো জমেছে সম্পর্কের ছায়াতলে
ধূলো জমেছে স্নেহের মায়াজালে
ধূলো জমেছে সূতিকাগারে
ধূলো জমেছে উন্মুক্ত আলয়ে।
যাচ্ছে উড়ে ধূলো বনে বাদারে
পাহাড় ডিঙ্গিয়ে সমুদ্রে
সমূদ্র সাঁতরে মহাসমূদ্রে
কখনোবা নীলাকাশে
ধূলো জমছে ধূলো ভাসছে
হাওয়ায় হাসছে ধূলো দানব।
এই বাংলার সংকীর্ণ জীববৈচিত্র্য
ধূলো ঝড়ে ঢেকে যাচ্ছে চুপিসারে
এই প্রান্তর এই চিত্রল সমভূমি
ধূলো দানবের আঘাতে নিশ্চিহ্নের পূর্বেই
চলো পরিস্কারাভিযানে নামি
আমাদের এই দেশ এই ভূমি
সকল দেশের চেয়ে দামী।
২। জমানো
কেউ খুচরো পয়সা জমাচ্ছে কিছু
পয়সা জমে জমে আনা হবে
চার আনা আট আনা বার আনা
ষোল আনায় বাঁধবে টাকা
টাকায় ঘুরবে জীবনের চাকা
কিছু জমাট খুচরো দুঃখ ঘুচবে।
কেউ জমাচ্ছে কাড়ি কাড়ি
আরো চাই আরো চাই
চাই বাড়ি গাড়ি
আরো কিছু জমাতে হবে
নিয়ে যাবে ঐ পারে
গড়বে স্বর্গীয় বাড়ি।
কেউ গিলছে শুকনো খাবার
শরীর জুড়ে শুকনো হাড়
কেউ জমাচ্ছে আমিষের পাহাড়
বিশ্ববেহায়া সেজে বাড়াচ্ছে
দেশ ও দশের ভার।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।