আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটে বিয়েতে প্রেম কতটা টেকসই?

আল্লাহর হুকুম মানা আর নবী (স:) এর তরিকা্য় চলা দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি টিএসসিতে অথবা সিনেমা হলে হঠাৎ দুজনে দেখা, পছন্দ হয়ে গেল, তারপর গভীর প্রেম ও বিয়ে। এই সাবেকি পদ্ধতিতে একটা অসুবিধা আছে। আপনার বাবা-মা, বন্ধু বা অন্য কেউ সাবধান করবে, বারবার বলবে, বুঝেশুনে পছন্দ করো, যেন ভবিষ্যতে তোমরা সুখী হতে পারো ইত্যাদি। ইউরোপ-আমেরিকায় অনলাইনে বন্ধু বাছাইয়ের বেশ চল রয়েছে। ইন্টারনেট ডেটিং সাইট match.com-এ গেলে পাওয়া যাবে হাজার হাজার সম্ভাব্য বন্ধুর তালিকা।

এত বিকল্পের মধ্য থেকে সঙ্গী বাছাই করার সমস্যা বেশ কঠিন। উপরন্তু, সে যে আপনার মনের মতো হবে, তার নিশ্চয়তা কী? আধুনিক সঙ্গী বাছাইয়ের সাইটগুলো দাবি করে, তারা বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত অ্যালগরিদম ব্যবহার করে। ফলে বাছাই হয় নিখুঁত। নিউইয়র্কের একটি প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য ২০ হাজার ব্যক্তির সঙ্গে কথা বলে তাদের সম্পর্কের গভীরতা বোঝার চেষ্টা করেছে। দেখা গেছে, একই ধরনের ব্যক্তিত্বসম্পন্ন জুটি অন্যদের চেয়ে বেশি সুখী।

জুটি বাছাইয়ের এ কাজটা করে কম্পিউটার। সমস্যাটা অন্য খানে। মানুষের মন খুব জটিল। আজ কাউকে যেসব বিবেচনায় ভালো লাগল, প্রেম হলো; কয়েক বছর পর সেই ধ্যান-ধারণা বদলাতে পারে। কিন্তু কম্পিউটারের তো আবেগ-অনুভূতি নেই।

ইন্টারনেটে আপনি সর্বোত্তম সঙ্গী খুঁজে নিতে পারবেন, আপনার দাম্পত্য জীবন সুখীও হবে হয়তো। কিন্তু সেখানে প্রেম কত দিন টিকে থাকবে, তা নিশ্চিতভাবে বলা মুশকিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।