হৃদয়ের ভাষা বর্ণমালায় প্রকাশ করার প্রচেষ্টায়......।
ইন্টারনেটেও এখন রেডিও শোনা যায়। এসব বেতারকেন্দ্র পুরোপুরি অনলাইন-নির্ভর। রাতদিন বাংলা গান শোনানোর জন্য ইন্টারনেটে চালু হয়েছে লেমন ২৪ (http://www.lemon24.com) নামের একটি সাইট। এই অনলাইন রেডিওতে যেমন প্রিয় শিল্পীর গান শুনতে পারবেন খুব সহজে, তেমনি দেশের সর্বশেষ সংবাদটুকুও জানতে পারবেন।
চলমান লেখার মাধ্যমে সর্বশেষ সংবাদ জানানোর ব্যবস্থা আছে লেমন ২৪-এ। গান শোনার পাশাপাশি নিজের পছন্দের জন্য অনুরোধ করা ছাড়াও চলতে থাকা গান সম্পর্কে নিজের অপছন্দ কিংবা মন্তব্যও জানাতে পারবেন।
সাইটটির নির্মাতা মাল্টিমিডিয়া কনটেন্টস অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের (এমসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশ্রাফ আবির বলেন, ‘ইন্টারনেট সাংবাদিকতার একটি ফেলোশিপ নিয়ে কাজ করে এ ধরনের তথ্য বিনোদন চ্যানেল করার চিন্তা শুরু করি। এরই ধারাবাহিকতায় চালু হয় লেমন ২৪ ডট কম। ’ এর আগে নেটবেতার নিয়ে একটি কাজের জন্য পুরস্কার জেতার কথাও জানালেন তিনি।
বিনোদননির্ভর এ রেডিও সাইটে শুধু গানই নয়, বরং শিক্ষা, পেশা, সচেতনতা ও উন্নয়নমূলক নানা অনুষ্ঠানও প্রচারিত হবে।
আবির জানান, ইন্টারনেট ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী যেমন গান চলবে, তেমনি তিনজনের অপছন্দে গান বন্ধও হয়ে যাবে! ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে তথ্যকেন্দ্র (টেলিসেন্টার) সুবিধাপ্রাপ্ত এবং প্রবাসী বাংলাভাষীদের বিনোদন-সুবিধার পাশাপাশি অন্যান্য সেবা দেওয়া। লেমন ২৪ শুনতে যে বেশি গতির ইন্টারনেট প্রয়োজন তা কিন্তু নয়, বরং মোটামুটি গতিতেই গান খুব সহজে শোনা যাবে। ’
জানা যায়, এই সাইটে শিগগির যুক্ত হচ্ছে চ্যাট করার সুবিধা। শুধু কম্পিউটারেই নয়, মোবাইল ফোনেও যাতে ব্যবহারকারী এ ইন্টারনেট রেডিও শুনতে পারেন, সে লক্ষ্যে এর মোবাইল সংস্করণ চালু করা হবে হবে বলে জানালেন আশ্রাফ আবির।
এই সাইটটির সহযোগী হিসেবে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডি.নেট এবং বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক (বিটিএন)।
তথ্যসূত্র:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।