আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটে প্রতারনা

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ইন্টারনেট যেমন নানাবিধ সুযোগ - সুবিধা দিয়েছে, পত্র যোগাযোগে বিপ্লব এনেছে, ব্যবসার নতুন প্রসারের পদ্ধতি উন্মোচন করেছে, তেমনি ইন্টারনেটের মাধ্যমে অপ সংস্কৃতির বিকাশ ও প্রতারনা করনেরও ব্যপক কৌশল বের হয়েছে এবং হচ্ছে। আমি শুধু বিভিন্ন ধরনের প্রতারনার নাম গুলো নিচে ইংরেজিতে উল্লেখ করলাম। এর বিস্তরিত বিবরন নিচে উল্লেখিত সাইট থেকে পড়ে নিয়ে সতর্ক থাকতে পারেন। আপনার সহকর্মী, বন্ধু-বান্ধব ও পরিচিতজনকে এ সন্মন্ধে সতর্ক থাকতে বলুন। ১।

Mail from a stranger ২। Lotteries ৩। Donations ৪। Compensations ৫। Work At Home ৬।

Loans ৭। Phishings ৮। Stories ৯। নানা প্রকারের দলিল-পত্র যথা: Death Certificate, Check Picture, ID cards, Driver's Licence, passport এবং এ ধরনের অনেক বৈচিত্রময় ইন্টারনেট যোগাযোগ। এর জন্য নাইজেরিয়া সবচেয়ে বেশী আলোচিত এবং বর্তমানে নাইজেরিয়ার পার্শবর্তী দেশগুলোও নাকি এসবে বেশ জড়িয়ে আছে।

এ গুলিকে Scam বলা হয়। নাইজেরিয়ার এই প্রতারনার নাম দেয়া হয়েছে 419 scammer ঐ দেশের আইন নাম্বার অনুসারে। বাড়িতে বসে কাজ যুক্তরাষ্ট্রে বিরাট একটি প্রতারনা, অধিকাংশই ভুয়া। বিস্তারিত পড়তে নিচের সাইটে যেতে পারেন। http://419.bittenus.com



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।