"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" একটি জরিপ থেকে দেখে যায়-যে ইন্ডিয়ার দিল্লির ৮০% মত শিক্ষার্থীরা ৫০% ের মত মার্কস পায়! তারপর তারা হতাশ হয়ে নাকি এরকম ছবির পোস দেয়! ঠিক বুঝলামনা,মার্কস ের সাথে এরকম ছবির কি সম্পর্ক! অবশ্য সম্পর্ক টা কিন্ত অন্য ধাচের -কারণ এরা সবাই হলো ম্যাডাম! এবার দেখুন টিকিট কাউন্টারের অবস্থাঃ নিচের ছবিটা দিয়ে কি বুঝলেনঃ? নিজের পড়াশুনার অবস্থাটা দেখুন তো মেলে কিনাঃ এইবার দেখুন পরীক্ষার অবস্থাটাঃ বোনাস ফটোঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।