ছাত্র শাহবাগীদের প্রধানমুখপাত্র ইমরান এইচ সরকার তার চরম অজ্ঞতা প্রকাশ করেন বাংলাভিশন টেলিভিশনে (২ এপৃল রাত সাড়ে ১০টার সংবাদে) দেয়া একটি ইন্টারভিউয়ে যেখানে তিনি হাসিনা সরকারের সর্বশেষ ডিগবাজি প্রসংগে বলেন, "Thou you Brutus"। ইমরান সরকারের যদি কিছুটা ইংরেজি জানা থাকতো, তাহলে তিনি জানতেন Thou মানেই you। অর্থাৎ, একটি বিশ্বখ্যাত উক্তিকে তিনি বিকৃতই শুধু করেননি-Thou মানে যে you সেটাও তিনি জানেন না। তিনি যা বলেছেন, তার মানে দাড়ায়, তুমি তুমি ব্রুটাস। উল্লেখ্য, দৈনিক আমার দেশ-এর ই এডিশনের উদ্ভোধন উপলক্ষে শফিক রেহমান তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, আধুনিক টেকনলজির সংগে শাহবাগীরা পরিচিত হলেও জ্ঞান এবং অভিজ্ঞতার অভাবে তাদের আন্দোলন দ্রুততম সময়ে ব্যর্থ হয়ে গিয়েছে। শফিক রেহমান আন্দোলনকারীদের উপদেশ দিয়ে বলেন, তারা যেন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগী হন। শফিক রেহমানের এই বিবৃতি দৈনিক আমার দেশ-এ (২ এপৃল ২০১৩) ছাপা হবার কয়েক ঘন্টার মধ্যেই শাহবাগীদের প্রধান মুখপাত্র ইমরান এইচ সরকার তার এ চরম অজ্ঞতা প্রকাশ করেন। এমনসব বিষয় জানতে লগ ইন করুন: http://www.facebook.com/shafikrehmanpresents
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।