আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার সমালোচনায় ইমরান

সিরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবস্থান ও দেশটিতে সামরিক হামলা চালানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ’র প্রধান ইমরান খান বলেছেন, সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কি-না তা জাতিসংঘ পর্যবেক্ষকদের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণ হবে এবং এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে হলে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমেই নিতে হবে। 

তিনি বলেন, সিরিয়া একটি আন্তর্জাতিক ইস্যু, মার্কিন কংগ্রেস অনুমোদন দিলেই তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা পেতে পারে না। 

এ সময় তিনি পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন ড্রোন হামলার নিন্দা ও সমালোচনা করে বলেন, তার দেশও এ ধরনের সামরিক ভোগান্তির শিকার যা সম্পূর্ণভাবে অবৈধ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।